প্রকাশ : ২৮ আগস্ট ২০২২, ০৪:৪৮ পিএমআপডেট : ২৯ আগস্ট ২০২২, ০১:২১ পিএম
সংগৃহীত ছবি
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনীও যৌথ অভিযানে অংশ নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ও বাইরে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে বলেও জানান তিনি। মাদকের প্রবেশ ঠেকাতে নাফ নদীতে মাছ ধরার ট্রলারে নিবন্ধন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়ার কথাও জানান তিনি।
মন্ত্রী আরো জানান, মিয়ানমারের সিম ব্যবহার করে মোবাইলে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কাজ করছে সরকার। রোহিঙ্গাদের কোনো রাষ্ট্র আশ্রয় দিলে বিষয়টি সরকার যাচাই-বাছাই করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
২০১৭ সালের আগস্টে রাখাইনে বিদ্রোহী একটি গোষ্ঠীর হামলার পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে অভিযানে নামে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা। অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে আসে সাত লাখের বেশি রোহিঙ্গা।
দীর্ঘদিনেও নিজভূমে না ফেরায় রোহিঙ্গারা হত্যা খুন-গুমসহ নানা অপরাধে জড়াচ্ছে। এছাড়া মাদক ও মানবপাচার, ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। এতে স্থানীয়দের নিরাপত্তার পাশাপাশি নানা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের মধ্যে যারা সন্ত্রাসী তাদের কার্যক্রম ঠেকাতে প্রয়োজনে যৌথ অভিযানের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাত বছরে পা দিলো দেশের প্রথম আন্তর্জাতিক হ্যাপিনেস কোচ ও ব্রেইন ট্রেইনার কোচ কাঞ্চন একাডেমি। এ উপলক্ষে রোববার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ‘আর্ন করি হ্যাপিনেস, ভাল রাখি বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে...
সিগারেটের দাম বাড়লে ধূমপায়ী কমবে বলে মনে করেন ৭৭ শতাংশ মানুষ। জাতীয় বাজেটকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনলাইন সংস্করণে (www.itvbd.com) এক অনলাইন জরিপের আয়োজন...
প্রায় ৮ লাখ পেনশনার ইএফটির মাধ্যমে মাসের প্রথম কর্মদিবসেই পেনশন পাচ্ছেন বলে জানিয়েছেন অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক এ এইচ এম শামসুর রহমান। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার আওতায় শুদ্ধাচার...
ইংরেজি সালের সঙ্গে আমাদের সম্পর্ক যতটা গভীর, বাংলা সনের সঙ্গে তেমনটা দেখা যায় না। কেন বলছি এ কথা? কারো কাছে যদি জানতে চাওয়া হয়, আজ বৈশাখের কত তারিখ? তখন আমরা চট করে তারিখের কথা বলতে পারি না। আমরা...
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এবং কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা...
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস বন্ধে প্রয়োজনে সেনা অভিযান
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ও বাইরে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে বলেও জানান তিনি। মাদকের প্রবেশ ঠেকাতে নাফ নদীতে মাছ ধরার ট্রলারে নিবন্ধন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়ার কথাও জানান তিনি।
মন্ত্রী আরো জানান, মিয়ানমারের সিম ব্যবহার করে মোবাইলে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কাজ করছে সরকার। রোহিঙ্গাদের কোনো রাষ্ট্র আশ্রয় দিলে বিষয়টি সরকার যাচাই-বাছাই করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
২০১৭ সালের আগস্টে রাখাইনে বিদ্রোহী একটি গোষ্ঠীর হামলার পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে অভিযানে নামে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা। অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে আসে সাত লাখের বেশি রোহিঙ্গা।
দীর্ঘদিনেও নিজভূমে না ফেরায় রোহিঙ্গারা হত্যা খুন-গুমসহ নানা অপরাধে জড়াচ্ছে। এছাড়া মাদক ও মানবপাচার, ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। এতে স্থানীয়দের নিরাপত্তার পাশাপাশি নানা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের মধ্যে যারা সন্ত্রাসী তাদের কার্যক্রম ঠেকাতে প্রয়োজনে যৌথ অভিযানের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।