আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিপুল বিদেশি পর্যবেক্ষক আসায় উৎসাহিত বোধ করছি। এসময় কাদের দেশের সকল জনগণকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
আজ শুক্রবার মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। বৈঠক শেষে ওই কার্যালয়েই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। কাদের বলেন, কোনো অপশক্তি যেন নির্বাচনের দিন ও পরের দিন কোন হামলা চালাতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
কাদের বলেন, ওআইসি প্রতিনিধি দল বাংলাদেশে নির্বাচন নিয়ে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে। আর আগ্রহ আছে দেখেই তাঁরা দেশে পর্যবেক্ষক দল পাঠিয়েছে।
এর আগে শুক্রবার সকালেই কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ নেতারা। এই বৈঠক নিয়ে কাদের বলেন, কমনওয়েলথ মনে করে পৃথিবীর কোনো দেশে আদর্শ গণতন্ত্র নেই। তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন। নির্বাচনী ব্যবস্থা সংস্কারে নেওয়া সরকার পদক্ষেপ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
কমনওয়েলথ প্রতিনিধি দল বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন আশা করেছে বলেও জানান ওবায়দুল কাদের।
কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে অভূতপূর্ব জোয়ার সৃষ্টি হয়েছে। দেশব্যাপী ভোটাররা ভোট দিতে উন্মুখ হয়ে আছেন। আমাদের বিশ্বাস, দেশের মানুষ আবারও নৌকাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।
কাদের বলেন, ভোটারদের কেন্দ্রে আনার বিশেষ কোনো ব্যবস্থা থাকবে না। বেশিরভাগ ভোটার স্বতঃস্ফূর্তভাবেই আসবে।