যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক খুদে বার্তায় শুক্রবার দিবাগত গভীর রাতে এই তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, নবী ছাড়াও আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আজ শনিবার ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে বার্তায় জানানো হয়েছে।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে রাজধানীর গোপীবাগে আগুন দেওয়া হয়। এখন পর্যন্ত এই ঘটনায় পাঁচজনের মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।
এই আগুনে ঘটনার পর দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ১১টি ট্রেনের যাত্রা স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার ও আগামীকাল রোববার এসব ট্রেনের চলাচল বন্ধ থাকবে।