আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত পাশে ছিল বলে অনেক শক্তিধরও অশুভ খেলা খেলতে পারেনি। কাদের বলেন, ভারতের সঙ্গে দীর্ঘদিনের অবিশ্বাসের দেয়াল ভেঙেছেন মোদি–হাসিনা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে আজ শনিবার দুপুরে এসব কথা বলেন কাদের। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে সকাল ১০টায় এই সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের রাষ্ট্রদূত দুঃসময়ে আমাদের পাশে ছিল। আমাদের নির্বাচন আমরা করেছি। বলুক কেউ, ভারত আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করেছে। কোনো হস্তক্ষেপ করেনি। অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা যেমন ছোটাছুটি করেছে, ভারত তা করেনি।’
কাদের বলেন, ‘ভারত নির্বাচন নিয়ে বলেছে, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশই করবে। সত্যি বলতে, ভারত আমাদের পাশে ছিল বলে দুনিয়ার অনেক শক্তিধর, এখানে যে অশুভ খেলতে চেয়েছিল তা পারেনি। ভারত ছিল বলে, অনেকেই সাহস পায়নি অশুভ খেলা খেলার।’
সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ করে কাদের বলেন, ‘মাইনরিটি ভাবনা দাসত্বের শেকল, এটা ভেঙে ফেলতে হবে। নিজেদের মাইনরিটি ভাববেন না। এ দেশের নাগরিক আপনারা। স্বাধীনতায় সব বাঙালির অবদান আছে। কিছু কিছু লোক যারা সনাতনদের সম্পদ, মন্দির নিয়ে কষ্ট দেন, মন ভাঙেন। তাদের রাজনৈতিক পরিচয় থাকলেও তারা দুর্বৃত্ত। তারা জমি দখল, মন্দির ভাঙচুর করে। তাদের প্রতিরোধ করতে হবে। তারা আমাদের অভিন্ন শত্রু।’
৭৫ পরবর্তী ভারতের সঙ্গে যে বৈরি সম্পর্ক ছিল তার কারণে দ্বিপাক্ষিক অনেক সমস্যার সমাধান করা যায়নি বলে মনে করেন কাদের। বলেন, ‘সম্পর্ক ভালো থাকলে সমাধান করা যায়। সীমান্ত সমস্যা, ছিটমহল সমস্যার সমাধান করতে পেরেছি। ভারতের সঙ্গে দীর্ঘ দিনের অবিশ্বাসের দেয়াল ভেঙেছেন মোদি–হাসিনা।’
ভারতে সঙ্গে তিক্ততা সৃষ্টি করে দু-দেশের সমস্যা সমাধান সম্ভব নয় উল্লেখ করে কাদের বলেন, ‘ইন্ডিয়া আউট বলে ক্যাম্পেইন করে সম্পর্ক বৈরিতায় নেওয়া সমীচিন নয়। কেন ভারত বিরোধী মনোভাব জাগ্রত করা হচ্ছে। আন্দোলনে ব্যর্থ হওয়ায় তারা ভারত বিরোধী।’
আওয়ামী লীগ সরকার মাইনরিটিবান্ধব উল্লেখ করে কাদের বলেন, অন্য কেউ ক্ষমতায় এলে হিন্দুরা যাবে কোথায়। অন্য দল আসলে তারা নির্যাতিত হয়।