সেকশন

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
Independent Television
 

ডোনাল্ড লুর বক্তব্যেই আমেরিকার অবস্থান পরিষ্কার: কাদের 

আপডেট : ১৬ মে ২০২৪, ০৭:৫৬ পিএম

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বক্তব্যই বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক স্পষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। 

দুদিনের সফরে গত মঙ্গলবার ঢাকায় আসেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তাঁর এই সফরে সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হলেও বিএনপির সঙ্গে কোনো বৈঠক হয়নি। 

সফরের শেষ দিন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে ডোনাল্ড লু জানান, বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে ও এ সম্পর্কে আস্থা ফেরাতেই তাঁর এ সফর। লু বলেন, ‘আমাদের লোকজনের মধ্যে বিশ্বাস পুনর্নির্মাণের জন্য আমি গত দুইদিন ধরে বাংলাদেশ সফর করছি। আমরা সামনের দিকে তাকাতে চাই, পেছনের দিকে নয়। ’
একই দিন বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণফোরাম এবং ন্যাশনাল পিপলস পার্টির নেতাদের সাথে বৈঠক শেষে মির্জা ফখরুল দাবি করেন, নির্বাচনের আগে বাংলাদেশ নিয়ে আমেরিকার যে অবস্থান ছিল তার কোনো পরিবর্তন হয়নি। 

মির্জা ফখরুল বলেন, ‘তারা (আমেরিকা) এতটুকুও খুশি না, বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে। আপনারা জানেন যে, যে কোনো দেশেই কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখতে হয়। সে জন্য তারা এটা অব্যাহত রাখেন। এমনকি সামরিক শাসকদের সাথেও তাদের সম্পর্ক রাখতে হয়। তারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তো এখনও অব্যাহত রেখেছেন।’

মির্জা ফখরুলের এ বক্তব্য উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল কি করে জানলেন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থানে রয়েছে? মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বক্তব্য পরিষ্কার। তিনি যে কথা বলেছেন, এরপর ফখরুল সাহেবের যে বক্তব্য, এ বক্তব্যের কোন মূল্য নেই।’ 

রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজনে ১৭ই মে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে কাদের আরও দাবি করেন, দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন দেখে হিংসায় পুড়ে যাচ্ছে বিএনপি।

এ সময় প্রধানমন্ত্রীর প্রশংসা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছে। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য আর পকেটের উন্নয়ন করেছে। শেখ হাসিনার সততা সারা বিশ্বে আজ প্রশংসনীয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘গত ৪৩ বছরের সবচেয়ে সাহসী নেতা ও সৎ রাজনীতিকের নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গত ১৫ বছরে উন্নয়ন অর্জন ও আধুনিকতায় বাংলাদেশ বদলে গেছে। ১৫ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কোন মিল নেই।’ 

বড় পরিসরে সংস্কারের উদ্যোগ নেওয়া অন্তর্বর্তী সরকারের জন্য সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সময় বেশি নিলে প্রতি বিপ্লবের আশঙ্কা বাড়ে বলেও মনে করেন তারা। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব...
বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মুনাফেকি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী। আজ বুধবার বিকেলে রাজশাহী বাগমারা উপজেলায় তাহেরপুর বিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল...
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘কফিন মিছিলের’ ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ রাত ৯ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কফিন...
নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টদের বিভিন্ন চক্রান্ত প্রতিরোধের দাবিতে বিএনপির ডাকা কর্মসূচি শুরু হচ্ছে আজ। আজ...
ট্রাম্প ছাড়াও ইলন মাস্ক ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মোদি। এতে উঠে আসবে পারষ্পারিক বাণিজ্য ও অভ্যন্তরীণ সম্পর্কের নানা দিক।
২০২৪ সালে বিশ্বের রেকর্ডসংখ্যক সাংবাদিক হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.