নিরাপত্তাহীনতা থেকেই সরকার আমেরিকার সঙ্গে সুসম্পর্কের গল্প ফাঁদছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শুক্রবার বিকেলে রাজধানীতে এক বিএনপি নেতার পরিবারের সঙ্গে দেখা করে এসব কথা বলেন তিনি।
শুক্রবার বিকেলে বিএনপির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভুইঁয়া জুয়েলের মালিবাগের বাসায় যান দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। তিনি কারাবন্দি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজ খবর নেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লুর বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে মঈন খান বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেই ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্কের বিষয়টি প্রচার করছে।
বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আমেরিকার অবস্থান পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন ড. আব্দুল মঈন খান।