বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘সংস্কার তো করবে গণতান্ত্রিক সরকার। যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করা হবে, তারা সংস্কার করবে। ড. ইউনূস সাহেব খুব ভালো মানুষ। উনার মতো একজনকে এই সরকারের প্রধান হিসেবে পেয়ে আমরা সৌভাগ্যবান। উনাকে পাওয়া আল্লাহর রহমত। উনি কিন্তু আমাদের অবস্থাটা বুঝবেন।’
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরে দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষ এ কথা বলেন সাবেক এমপি, প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
কায়কোবাদের আগমনে শাহজালাল বিমানবন্দরে জড়ো হন তাঁর নির্বাচনি এলাকা কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের নেতা-কর্মী। শত শত গাড়ির বহর নিয়ে বিমানবন্দর থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যান তিনি।
ড. ইউনূস সম্পর্কে কায়কোবাদ বলেন, ‘উনি কিন্তু মিথ্যা মামলার আসামি। উনি কিন্তু কোর্টে দাঁড়াইছে। উনি আমাদের মতোই হাজতের সম্মুখীন হয়েছেন। উপদেষ্টা পরিষদের মধ্যে যারা রয়েছেন, তাদের মধ্যে একজন বা দুজন এমন থাকতে পারেন। বাকিরা কিন্তু আমাদের অবস্থা বুঝবে না।’
কায়কোবাদ বলেন, ‘বিদেশ থেকে লক্ষ করেছি, আমাদের স্বাধীনতায় যেভাবে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলো একত্র ছিল, এখন যেন কেমন কেমন হচ্ছে। আমি বাকিটুকু আর বলতে চাই না। এ অবস্থা থেকে পরিবর্তন ঘটাতে হবে। না ঘটালে কিন্তু আমাদের অবস্থা কী হবে, আল্লাহই ভালো জানেন।’
এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মনে করেন তিনি। কায়কোবাদ বলেন, ‘জালেম সরকারের সময় যেভাবে গুম, খুন, চাঁদাবাজি, দখলবাজি ও নির্যাতন করা হয়েছে, এর পুনরাবৃত্তি হলে আবার কিন্তু আমাদের সেগুলো ভোগ করতে হবে। আমাদেরকে এগুলো থেকে জনগণকে মুক্ত রাখতে হবে।’
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে কায়কোবাদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তবে, ওই মামলার সব আসামিকে সম্প্রতি খালাস দেন হাইকোর্ট।