সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
Independent Television
 

ঝালকাঠিতে চাঁদাবাজি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:০৩ পিএম

চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া তাঁকে বিএনপির সকল কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসিম উদ্দিন আকন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গত ৮ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। এরপর ১১ জানুয়ারি নাসিম উদ্দিন আকনের কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাঁর রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হলো। একই সঙ্গে তাকে দলীয় সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো। দলের সকল পর্যায়ের নেতা–কর্মীদেরকে রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের (দলীয় পদ স্থগিত) সাথে কোনো প্রকার যোগাযোগ রক্ষা না করার জন্য নির্দেশনা দেওয়া হলো। 

এ বিষয়ে নাসিম উদ্দিন আকন বলেন, ‘আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল আমি সেটার জবাব দিয়েছি। অথচ জেলা বিএনপি থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমার পদ স্থগিত করা হয়েছে।’

জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন বলেন, ‘চাঁদাবাজির অভিযোগ বিভিন্ন পত্র–পত্রিকায় সংবাদ হয়। আমরা তাকে শোকজ করেছিলাম। শোকজের জবাব সন্তোষজনক না হওয়াতে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে।’

গত ৮ জানুয়ারির ওই নোটিশে উল্লেখ করা হয়েছিল, জাতীয় নাগরিক কমিটির সদস্যের কাছে চাঁদা দাবি ও হুমকির বিষয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় আপনার (নাসিম উদ্দিন আকন) নামে সংবাদ প্রকাশিত হয়েছে। ঝালকাঠি জেলা বিএনপির অধীনে উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকাবস্থায় আপনার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ পাওয়া গেছে। শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে কেন অব্যাহতি দেওয়া হবে না, তার উপযুক্ত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে জেলা বিএনপির নিকট প্রদানের নির্দেশনা দেওয়া হলো।

এদিকে আজ শনিবার নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করার খবর পেয়ে আনন্দ মিছিল করেছে ঝালকাঠি জেলা ও উপজেলা শ্রমিক দল। অপরদিকে দলীয় পদ স্থগিত করার প্রতিবাদে সন্ধ্যায় রাজাপুর দলীয় অফিসের সামনে থেকে উপজেলা শহরে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য দুই সংগঠক সারজিস আলম বা হাসনাত আবদুল্লাহর যেকোনো একজন মিথ্যা বলছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ক্যান্টনমেন্ট বা সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ করা জাতির জন্য ভালো হবে না। সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই এবং...
আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো ধরনের পরিকল্পনা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সন্ধ্যায় রাজধানীর বকশীবাজারের কারা কনভেনশন...
আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোককে নিয়ে নির্বাচন হবে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘এই নির্বাচনকে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলা যাবে না।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক জিম র‍্যাটক্লিফের শখের প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে। ইউনাইটেডের থিয়েটার অব ড্রিমসকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্টেডিয়াম বানানোর জন্য জনগণের অর্থ ব্যবহার করার ইচ্ছা নিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.