নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টদের বিভিন্ন চক্রান্ত প্রতিরোধের দাবিতে বিএনপির ডাকা কর্মসূচি শুরু হচ্ছে আজ। আজ বুধবার দলটি দেশের ছয়টি জেলায় সমাবেশ করবে।
প্রথম দিনে আজ বুধবার বিকেলে খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়ালীতে এই সমাবেশ হবে।
এরই মধ্যে সংশ্লিষ্ট জেলাগুলোতে সমাবেশ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে। স্থায়ী সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা ওইসব সমাবেশে যোগ দিতে সংশ্লিষ্ট জেলায় যাবেন। অনেকেই এরই মধ্যে পৌঁছে গেছেন।
জানা গেছে, লালমনিরহাটের সমাবেশে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, খুলনায় স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ, সিরাজগঞ্জে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, সুনামগঞ্জে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী এবং পটুয়াখালীতে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
বিএনপির এসব কর্মসূচিত চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ে দলটি ৬৪ জেলাতেই সমাবেশ করবে।