সেকশন

শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
Independent Television
 

দেশের মানুষ ভোটের মাধ্যমে সরকার গঠন করবে: নজরুল ইসলাম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০২ পিএম

দেশের মানুষ ভোটের মাধ্যমে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ইসলামিয়া সরকারি কলেজ মাঠের জনসভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আর কারো চান্স নেই। বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেল খেটেছেন গণতন্ত্রের জন্য। বিগত ১৬ বছরে দেশের অনেক মানুষ গুম হয়েছে, খুন হয়েছে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এই জনসভায় নজরুল ইসলাম খান আরও বলেন, ‘গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ বার বার জীবন দিয়েছে। কিন্তু পতিত ফ্যাসিস সরকার বার বার তাদের বঞ্চিত করেছে। আমরা লড়াই করে, সংগ্রাম করে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। দেশের এ পরিবর্তন মানুষ স্বাগত জানিয়েছে।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘শহীদ জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন। আমরা বহুদলীয় গণতন্ত্র ফিরে পেয়েছি, নতুন করে অর্থনৈতিক কার্যক্রম ফিরে এসেছে। কলকারখানা রাষ্ট্রায়ত্ত উন্নতি হয়েছিল। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা জাতীয় বেঈমান। বার বার দেশে গণতন্ত্র হরণ করেছে। আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র পুনউদ্ধার করেছে বিএনপি। জুলাই আগস্ট আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। দেশের মানুষ ভোটের মাধ্যমে সরকার গঠন করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৩১ দফা হলো রাষ্ট্র কাঠামো সংস্কারের দফা।’

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে নজরুল ইসলাম খান বলেন, ‘বিগত ১৬ বছর ধরে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করেছি। জনগণের পাশে থাকুন, ভালো আচরণ করুন, তাদের আস্থা তৈরি করুন। জনগণকে কষ্ট দিয়ে নিজের স্বার্থ হাসিল করে তাদের কোনো জায়গা হবে না। জনগণের সমস্যা সমাধান করতে না পারলে পতিত ফ্যাসিস্ট ফিরে আসবে।’

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।

জনসভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কণ্ঠশিল্পী কনকচাঁপা, জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ। এর আগে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে উপস্থিত হন নেতা-কর্মীরা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো চাঁদাবাজ–দখলদারির সঙ্গে আপস করবে না ঘোষণা দিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা দৃশ্যমান বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতে নির্বাচনে যাব।’...
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘সংবিধান বিদ্যমান থাকায় সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদের নির্বাচনের কোনো প্রয়োজন নেই। দরকার হলে নির্বাচিত...
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘বাংলাদেশ এখন সবচেয়ে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে। এখনো আমরা ভোটাধিকার পাই নাই। আমাদের অনেক ভাই-বন্ধু এখনো একটা ব্যালট পেপার বাক্সে ভরে দেখতে পারে নাই।...
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ শুক্রবার নরসিংদীর পলাশে আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ...
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে সুষ্ঠুভাবে উত্তরণ নিশ্চিত করার জন্য যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে আলোচনা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.