সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

নতুন দলের নেতাদের তদবিরের কথা গণমাধ্যমে আসে না: বরকত উল্লাহ বুলু

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৭:৩২ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের নামে গড়ে তোলা নতুন দলের নেতারা বিভিন্ন মন্ত্রণালয়সহ নানা জায়গায় তদবির করছেন অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, তাদের কথা গণমাধ্যমে আসে না। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন তিনি।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের নামে যারা নতুন পার্টি করেছে- বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেই জেলার এক্সইএন, চিফ ইঞ্জিনিয়ার, সেক্রেটারি থেকে শুরু করে- সরকারের এমন কোনো মন্ত্রণালয় নাই, যেখানে তারা তদবির করে না। তাদের কথা তো আপনারা (সাংবাদিকরা) লেখেন না! তাদের কথা তো আসছে না। আমাদের কাছে সুস্পষ্টভাবে তাদের কথাগুলো আসতে হবে।’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান বুলু বলেন, ‘এই যে নতুন পার্টির আবির্ভাব হয়েছে, তাদের মুখ থেকে ফসকে বের হয়ে গেছে, যারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন– কেউ ১৫ কোটি দিয়েছেন, কেউ গাড়ি দিয়েছেন, কেউ হেলিকপ্টার দিয়েছেন- কেউ তাদের আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন। এই কথাটিতো আপনাদের পত্রিকায় আসছে না। আপনাদের মিডিয়ায় আসছে না। আপনারা কেন এই কথাগুলো মানুষের সামনে আনছেন না। কাদের প্রশ্রয় দিচ্ছেন আপনারা? এই মিডিয়া হাউজগুলো কারা নিয়ন্ত্রণ করে?’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলতে চাই- যারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন, তারা কত টাকা শেখ হাসিনাকে দিয়েছেন, কত টাকা নতুন কিংস পার্টির জন্য দিচ্ছেন? কত টাকা বিএনপিকে প্রতিরোধ করার জন্য খরচ করছেন? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন– আপনারা এগুলো মিডিয়ায় প্রকাশ করবেন।’

বরকত উল্লাহ বুলু আরও বলেন, ‘আপনারা দেখেছেন একটি দল লিখে দিয়েছে– আপনি যদি জামায়াত ইসলাম করেন আপনি বেহেশতে যাবেন। এটা শিরক। একজন মুসলমান হিসেবে কেন আপনাদের মিডিয়ায় আসল না। একজন মুসলমান হিসেবে যে এর চাইতে বড় অপরাধ হতে পারে না- এটা কেন মিডিয়ায় আসল না। আপনারা কেন এসব ছাপছেন না। আপনারা শুধু শুধু তারা বিএনপির বিরুদ্ধে যে কথাগুলো বলে, এগুলোই ছেপে দেন। আমি সুস্পষ্ট বলতে চাই- আপনারা ওই ব্যক্তিগুলোর নাম প্রকাশ করেন যারা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ৭ দিন আগেও হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েছেন। কারা তাঁর সঙ্গে কবর পর্যন্ত যেতে চাইলেন এই তালিকাটা প্রকাশ করেন।’    

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইঁয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাদুল বারী আবু।

এসময় উপস্থিত ছিলেন- সদ্য ঘোষিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াছিম, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ কুমিল্লা, চাদঁপুর, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আজ শনিবার গোলটেবিল বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিন দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। 
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ শুক্রবার নরসিংদীর পলাশে আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ...
রাজনৈতিক দলগুলোর মধ্যে কৃত্রিম বিভেদ সৃষ্টি করা হচ্ছে। এতে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মনে করেন বিএনপি নেতারা। তারা বলেন, সংস্কার ইস্যুতে আলোচনা চলবে। এর মধ্যেই নির্বাচনি রোডম্যাপ ঘোষণা...
ছাত্রদের নতুন দলকে সংসদ নির্বাচন নিয়ে মতভেদ তৈরি না করে ঐক্য করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোররাত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্রাজিলের দুঃসংবাদের এখানেই শেষ নয়। নেইমার ছাড়াও ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন ও ফ্ল্যামেঙ্গোর রাইট ব্যাক দানিলো। এ তিনজনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন রেয়াল মাদিদ্রের তরুণ ফরোয়ার্ড...
বাড়ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের পরিমাণ। প্রতিদিন গড়ে জমা হচ্ছে দেড় শ অভিযোগ। তবে আইন সংস্কার না হলে ই-কমার্স, ব্যাংক, টেলিকম ও স্বাস্থ্যখাতে ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি। এতে...
ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে রাশিয়ার প্রতি কঠোর বার্তা দিয়েছে জি-৭ জোটভুক্ত দেশগুলো। গতকাল শুক্রবার এক খসড়া বিবৃতিতে এই জোট বলেছে, রাশিয়া যদি ইউক্রেনের মতো সমতার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত না...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.