সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

রাজনৈতিক দলগুলোর মধ্যে কৃত্রিম বিভেদ সৃষ্টি করা হচ্ছে: বিএনপি

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১০:২৮ পিএম

রাজনৈতিক দলগুলোর মধ্যে কৃত্রিম বিভেদ সৃষ্টি করা হচ্ছে। এতে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মনে করেন বিএনপি নেতারা। তারা বলেন, সংস্কার ইস্যুতে আলোচনা চলবে। এর মধ্যেই নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করতে হবে। বৃহস্পতিবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা।

রাজনৈতিক নেতা ও পেশাজীবীদের সম্মানে নুরুল হক নুরের গণ অধিকার পরিষদের ইফতার অনুষ্ঠান আয়োজন করে। এতে যোগ দেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্টজনেরা।

ইফতার অনুষ্ঠানে রমজানের তাৎপর্যসহ সমসাময়িক নানা ইস্যুতে বক্তব্য রাখেন বিভিন্ন দলের নেতারা। 

এতে উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ, বিএনপি নেতাদের দাবি, সমমনা সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে না। বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশকে গড়ে তোলার জন্য এরকমই তো থাকতে পারি, অসুবিধাটা কোথায়? আমাদের তো কোনো অসুবিধা দেখি না আমি। কিন্তু কৃত্রিমভাবে অসুবিধা সৃষ্টি করা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে। এই জিনিসটা ঠিক না। তাহলে ৫ আগস্ট যে আমাদের আন্দোলন, আমাদের বিজয় এটা নিঃশেষ হয়ে যাবে।’ 

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ‘সংস্কার, আলাপ আলোচনা আবার প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে। কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। এ জন্য আমরা রোডম্যাপ চাই।’

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক ছাত্রদের নতুন দলকে সংসদ নির্বাচন আগে করা ইস্যুতে মতভেদ সৃষ্টি না করার আহ্বান জানান। 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘এমন একটি বিষয়ে মতানৈক্য না করি। সকল সমস্যার সমাধান ঐ জাতীয় সংসদে স্পীকারের সভাপতিত্বে হবে।’

ফ্যাসিস্ট সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত তিন প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আজ শনিবার গোলটেবিল বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিন দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। 
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ শুক্রবার নরসিংদীর পলাশে আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ...
বৈষম্যবিরোধী আন্দোলনের নামে গড়ে তোলা নতুন দলের নেতারা বিভিন্ন মন্ত্রণালয়সহ নানা জায়গায় তদবির করছেন অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু বলেছেন, তাদের কথা গণমাধ্যমে আসে না। বৃহস্পতিবার...
ছাত্রদের নতুন দলকে সংসদ নির্বাচন নিয়ে মতভেদ তৈরি না করে ঐক্য করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
ওই মহাকাশযানে চারজন মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে পাড়ি দিয়েছেন। এদের মধ্যে নাসা ছাড়াও জাপান ও রাশিয়ার প্রতিনিধি রয়েছেন। তাঁরা হলেন, নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স,...
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোররাত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্রাজিলের দুঃসংবাদের এখানেই শেষ নয়। নেইমার ছাড়াও ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন ও ফ্ল্যামেঙ্গোর রাইট ব্যাক দানিলো। এ তিনজনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন রেয়াল মাদিদ্রের তরুণ ফরোয়ার্ড...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.