রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক মো. শাহজাহান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, সকলে দলের গুরুত্বপূর্ণ পদ বহন করা সত্ত্বেও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সু-নির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় সকলকে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো।
বহিষ্কার করা হয়, যুবদল নেতা আল ফাহাদ অমিত, মাসুদ রানা ছবি, মো. রাসেল সিকদার, আল মাহমুদ রাজ, নুরুল আলম ও মাসুদ রানা। তাদের মধ্যে আল ফাহাদ অমিত খিলগাঁও থানাধীন ১নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক, মাসুদ রানা ছবি শাহবাগ থানাধীন ২০নং ওয়ার্ড যুবদল নেতা, মো. রাসেল সিকদার শাহবাগ থানাধীন ২০নং ওয়ার্ড যুবদল নেতা, আল মাহমুদ রাজ মতিঝিল থানা যুবদল নেতা, নুরুল আলম রমনা থানাধীন ১৯নং ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহ্বায়ক, মাসুদ রানা ১৯নং ওয়ার্ড যুবদল নেতা।