কথিত সমন্বয়ক পরিচয়ে অবৈধ নিয়োগ-তদবির, টেন্ডারবাজি, চাঁদাবাজির সঠিক তদন্ত ও সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে ছাত্র উপদেষ্টাসহ সরকারের সকল দপ্তর থেকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
মঙ্গলবার রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আরও একটি এক এগারোর আশংকা করেন রাশেদ খান।
এছাড়া গত ৭ মাসে কতটুকু সংস্কার হয়েছে তারও হিসাব চেয়েছেন গণ অধিকার পরিষদের এই নেতা।
ওয়াসার নিয়োগ নিয়ে সমালোচনা করে তিনি জানান, ছাত্র উপদেষ্টারা ১৫ দিনের মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। অন্যথায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়া, তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে মিথ্যাচার বলে দাবি করে, কি উদ্দেশ্যে এ বক্তব্য দেয়া হয়েছে, তা জানতে মার্কিন রাষ্ট্রদূতকে অতিদ্রুত তলব করার আহ্বান জানায় গণ অধিকার পরিষদ।