নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় প্রয়োজন তা সরকারকে দিতে চায় জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে সংস্কার প্রস্তাব জমা দিয়ে এ কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন চায় বলেই সংস্কারে সহায়তা করছে জামায়াতে ইসলামী। কর্তৃত্ববাদী শাসন দূর করার জন্য সবাই যেন একমত হতে পারি। নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় প্রয়োজন তা সরকারকে দিতে চায় জামায়াত।
তিনি বলেন, ২০১৮ এর নির্বাচনের মতো নির্বাচন হলে ২ বছর সময় দিয়েও লাভ নাই। সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ সরকারকে ঘোষণা করতে হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতে ইসলামী সুচিন্তিত কিছু মতামত দিয়েছে। সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বেশ কিছু বিষয়ে জামায়াতে ইসলামী মতামত দিয়েছে। নির্বাচন নিরপেক্ষ করতে বেশ কিছু মতামত দিয়েছে। পলিটিক্যালি যারা নিরপেক্ষ থাকতে পারে না তাঁদের নির্বাচন থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়েছে। সংখ্যা ভিত্তিক নির্বাচনের পক্ষে মত দেওয়া হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দ্বিকক্ষ সংসদের বিষয়ে মতামত তুলে ধরেছে জামায়াত। সরকারের সংস্কারে জামায়াতে ইসলামী সহায়তা করবে। তবে সব দল সব বিষয়ে এক মত হবে এটা সম্ভব নয়। ৭০ অনুচ্ছেদ নিয়ে কথা বলছি, রাখতে বলেছি, তবে কিছু মতামত দিয়েছি।