সেকশন

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
Independent Television
 

দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কারের ভিত্তিতে নির্বাচনে যাব: নাহিদ ইসলাম

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৮:১৪ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো চাঁদাবাজ–দখলদারির সঙ্গে আপস করবে না ঘোষণা দিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা দৃশ্যমান বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতে নির্বাচনে যাব।’ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে এনসিপি বরিশাল আয়োজিত বরিশালের নেতাকর্মী ও গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

এনসিপি আহ্বায়ক বলেন, ‘নির্বাচনের জন্যই রাজনৈতিক দল করা হয়েছে। নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। আমরা দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতে নির্বাচনে যাব।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।  এই পরিবর্তন দেশের বিপ্লবী জনতা–ছাত্র আন্দোলনের হাত ধরে এসেছে। সেই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়া ছাত্র-জনতার ঐতিহাসিক দায়িত্ব। সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছি, যার নাম নাগরিক পার্টি। আমরা মনে করছি জাতীয় নাগরিক পার্টি একটি রাজনৈতিক দল, একটি নতুন রাজনৈতিক সূচনা। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি।  ক্ষমতার চেয়ে জনতা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম শুরু হয়েছে।  এই কার্যক্রম রমজানের পরে আরও দ্রুততার সঙ্গে শুরু হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে যাতে কোনো সুবিধাবাদী গোষ্ঠী ঢুকতে না পারে সেদিকে নজর রাখতে হবে।’

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ বলেন, ‘আমরা কোনো চাঁদাবাজ, দখলদারদের সঙ্গে আপস করব না। জাতীয় নাগরিক পার্টি তাদের জায়গা থেকে স্পষ্ট বলেছে, অনেকেই ন্যূনতম সংস্কারের কথা বলছে। ন্যূনতম সংস্কার বলে কিছু হয় না।  আমাদের মৌলিক ও গুণগত সংস্কার করতে হবে। এবং তা এই সরকারের সময় করতে হবে।  ছাত্র–জনতা রক্ত দিয়ে সরকারকে এনেছে পরিবর্তনের জন্য এবং বিচার পাওয়ার জন্য। আমরা আমাদের জায়গা থেকে সেই দাবি জানাচ্ছি।’ নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা মনে করি, যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময় সীমার মধ্যেই সংস্কার ও দৃশ্যমান বিচারের মাধ্যমে আমরা একটি নির্বাচনের দিকে যেতে পারব।’

এনসিপি আহ্বায়ক আরও বলেন, ‘পুরাতন বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। এখন ফ্যাসিবাদীরা পিছু হাঁটলেও পুরাতন বন্দোবস্তের অনেক উপাদান আমাদের বিদ্যমান দলগুলোর ভেতরেও আছে।’

নাহিদ আহ্বান জানিয়ে বলেন, ‘নতুন উদ্যোগ গণঅভ্যুত্থানকে লালন করে। জনগণের গণঅভ্যুত্থানকে লালন করে। আমরা যে নতুন দিনের কামনা করছি। আমরা মনে করি জাতীয় ঐক্যমত্যের প্রতিশ্রুতি হয়েছে, আমরা ধরে রাখবো এবং অবশ্যই কারও সঙ্গে আপস করে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতায় যাব না।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণ) ডা. মাহমুদা আলম মিতু প্রমুখ।

তিস্তা নিয়ে বহু রাজনীতি হয়েছে। তিস্তা নিয়ে বিএনপির রাজনীতি হলো যেটা করলে এদেশের মানুষের কষ্ট লাঘব হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিকেলে লালমনিরহাট জেলা...
পাঠ্যপুস্তক ছাপানোয় কমিশন বাণিজ্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতের সই...
সংবিধানে বহুত্ববাদ চায় না বাংলাদেশ খেলাফত মজলিস। সোমবার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফী। 
নারীবিষয়ক সংস্কার কমিশনের  প্রতিবেদন প্রত্যাখ্যান করে কমিশন বাতিলসহ বেশ কয়েকটি দাবিতে আগামী ৩ মে মহাসমাবেশ ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। খেলাফতে মজলিসের মহাসচিব ও হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা...
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবি করে মধ্যরাতে শাহবাগ অবরোধ করেছে একদল শিক্ষার্থী। ‘কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেড’ নামের এ কর্মসূচিতে অংশ নেওয়ারা ঢাকা...
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন জানান, শহিদুল নামের এক ব্যক্তির মাধ্যমে তারা কক্সবাজার আসে। এরপর শহিদুল কৌশলে ছয়জনকেই টেকনাফ নিয়ে আটকে রাখে।
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার দোহায় এ তথ্য নিশ্চিত করেন।  
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত হচ্ছে বর্ণিল বৈশাখী মেলা। আগামী ২৬ এপ্রিল, শনিবার কুয়ালালামপুর মহারাজা লেলা মনোরেল স্টেশনের পাশে কুয়ালালামপুর ও সেলাঙ্গর চাইনিজ...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.