রাজনৈতিক উদ্দেশ্যেই সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে সারাদেশে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে।’
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন।
ইফতার মাহফিলে যোগ দেন দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, দৈনিক পত্রিকার সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী ও পেশাজীবীরা। তাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।
ইফতারে আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘সংস্কার চলমান প্রক্রিয়া। যে সংস্কার শেষ হয়ে যায় সেটা কোনো সংস্কার নয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে সারাদেশে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে বলেও মন্তব্য করেন তিনি।’
এসময় অন্তর্বর্তী সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যাতে পালিয়ে যাওয়া স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান বলেন, ‘সংস্কার এবং নির্বাচন যেভাবে মুখোমুখি করা হয়েছে, এটা নিসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়। কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারবাহিক প্রক্রিয়া।’