সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

বিচার প্রক্রিয়া সঠিক পথে চললে আ. লীগ এমনিতেই নিষিদ্ধ হবে: এ্যানী

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৯:১৪ পিএম

আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া সঠিক পথে পরিচালনায় গুরুত্ব দিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘বিচারের প্রক্রিয়া চলমান থাকলে দলটি এমনিতেই নিষিদ্ধ হয়ে যেতো।’ শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদরে ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান উল্যাহর সভাপতিত্ব বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে মান্দারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে যে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে একটি নিয়ম ও পরিকল্পনায় যেতে হবে। দেশ যেহেতু স্বাধীন। তাহলে একটি স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে। সরকারের সহযোগিতায় শেখ হাসিনা, তার পরিবার ও দোসরদের বিচার প্রক্রিয়া দৃশ্যমান হতে হবে।’

আওয়ামী লীগ নিষিদ্ধ নাকি আওয়ামী লীগের বিচারটা গুরুত্বপূর্ণ– এই প্রশ্ন রেখে এ্যানি বলেন, ‘বিচারের প্রক্রিয়া যদি চলমান থাকতো অটোমেটিক আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়। কে রোধ করতে পারতো? রোধ করার কোনো সুযোগ থাকতো না। অবিলম্বে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন।’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আরও বলেন, ‘হাসিনার পরিবারের বাইরে তার দোসর যারা মন্ত্রী-এমপি ছিল তারা সবাই লুটের সঙ্গে জড়িত ছিল। দুঃশাসন, গুম-খুনের সঙ্গে জড়িত ছিল। রক্তের দাগ এখনো শুকায়নি। তাদের বিচারও এখনো দৃশ্যমান হয়নি। এ বিচারগুলো দৃশ্যমান হওয়া উচিত। আমরা বারবার বলছি হাসিনার বিচার, তার পরিবার ও দোসরদের বিচার আগে করতে হবে। পৌরসভা, থানায়, উপজেলায় ও জেলায় তাদের নেতৃত্ব দুঃশাসন তৈরি করেছিল। যারা অত্যাচার-নির্যাতন করেছে, তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? তাদের বিচারও হয়নি। বিচার এখনো হচ্ছে না এতে আমাদের মনে কষ্ট।’

বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, ‘বিচারের প্রক্রিয়া দৃশ্যমান হয়ে গেলে তখন নির্বাচনের আলোচনা আসবে। সেই আলোকে একটি গোলটেবিল বৈঠক হবে সরকারের সঙ্গে। তখন সকল রাজনৈতিক দল বসে সেখানে একটি সমঝোতা চুক্তি করবে। সমঝোতা করেই বলবে আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ নেই। আওয়ামী লীগ এদেশে গুম-খুন, অত্যাচার-নির্যাতন, গণহত্যা ও লুট করছে। তাহলে অটোমেটিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের একটি বার্তা জাতির সামনে দিতে পারতাম। এখন পর্যন্ত আমরা তা করি নাই। তা না করে আমরা রাজনৈতিক দলের মধ্যে বিবাদ সৃষ্টি করছি। জাতির সামনে এই বিবাদটা নিয়ে আসছি। এটি খুব কষ্টকর, দুঃখজনক।’

এ্যানী আরও বলেন, ‘যে–সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন, তা না করে সরকারের সঙ্গে বসেন। এবং সরকারের দায়িত্ব সকল রাজনৈতিক দলকে এক টেবিলে এনে আলাপ–আলোচনার পরিপ্রেক্ষিতে এ বিচার প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন ও এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের কাজ সম্পন্ন করা। এজন্য একটি ঐক্যমত-চুক্তিতে আবদ্ধ হওয়া খুব জরুরি। তাই দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন। এখনো ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে।’

এসময় আরও বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিউকিউটর আহমেদ ফেরদৌস মানিক, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূইয়া, বেলাল উদ্দিন ও আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ। 

অন্তর্বর্তী সরকারে অধীনেই সংস্কার বাস্তবায়ন চায় গণঅধিকার পরিষদ। সেই সঙ্গে চলমান সংস্কারে ব্যক্তি, দল ও গোষ্ঠীর চেয়ে দেশকে বেশি গুরুত্ব দেওয়ার আহবান জানিয়েছেন দলের সভাপতি নুরুল হক নুর। আজ সোমবার...
সংস্কার নিয়ে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে তার সনদ তৈরি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার বিকেলে রাজধানীর...
জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১৩৮টির সঙ্গে একমত গণসংহতি আন্দোলন। আজ রোববার কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ-কথা জানিয়েছেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এজন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতাও চায় দলটি।
ফ্রান্স থেকে ৯০ হাজার কোটি টাকা দিয়ে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। আজ সোমবার সরকার পর্যায়ে এই চুক্তি সই করা। এমন এক সময় ভারত এই চুক্তি করল, যখন প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে তাদের...
গত কয়েক মাস ধরে রেমিট্যান্স ও রপ্তানিতে বড় প্রবৃদ্ধি এবং আমদানি বিল পরিশোধের চাপ কমাসহ নানা কারণে টাকার বিপরীতে ডলারের দাম কমছে। সামনের দিনে দাম আরও কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের পেহেলগামে এক সশস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত। এই পরিস্থিততে সামাজিকমাধ্যমে একটি পোস্ট করে বিতর্কে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.