এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তারের তথ্য গুজব বলে দাবি করেছে দল। আজ সোমবার দুপুরে বিজয়নগরে সংবাদ সংম্মেলেন এ মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও পরিবর্তন হয়নি আওয়ামী লীগ ও তার দোসরদের। রোববার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুয়াদকে গ্রেপ্তারের গুজব ছড়ায় পরাজিতরা। দেশকে অস্থিতিশীল এবং সেনাবাহিনী ও ছাত্রজনতাকে মুখোমুখি করে জটিল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান। তার অভিযোগ, গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর যে সুযোগ এসেছে তা নস্যাৎ করার চেষ্টা করছে এই চক্র।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘যাদের আইডি থেকে এই গুজবগুলো ছড়ানো হয়েছে তাদেরকে সবাইকে আপনারা চেনেন। তারা সবাই পরিচিত, চিহ্নিত পতিত স্বৈরাচার এবং আওয়ামী লীগের। এই দলের নেতাদের এত বড় বিপর্যয়, এত বড় একটা গণঅভ্যুত্থানের পরেও তাদের মধ্যে শিক্ষা, নতুন করে ভাবার অনুভূতি আমরা দেখতে পাচ্ছি না।’