সেকশন

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
Independent Television
 

হান্নান মাসউদের ওপর হামলায় অভিযুক্ত বিএনপি নেতাদের বহিষ্কারের দাবি এনসিপির

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৯:৫৮ এএম

নোয়াখালীর হাতিয়া থেকে ফেরার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় বিএনপির স্থানীয় নেতাদের দোষারোপ করেছে এনসিপি। তারা এই ঘটনায় অভিযুক্ত বিএনপির নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

সোমবার দিবাগত রাতে বাংলামোটরে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই অভিযোগ করেন এনসিপির নেতারা। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

হান্নান মাসুদের ওপর হামলার ঘটনার পর মঙ্গলবার রাত ১২টার দিকে বাংলামোটরে এক বিক্ষোভ মিছিল সমাবেশের ডাক দেয় এনসিপি। এ সময় তারা বলেন, এই দেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম নিতে দেবেন না তারা।

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা দুইপক্ষ বাজারের দুইপাশে অবস্থান নেয়। রাত ৩টার দিকে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের অনুরোধে দুই পক্ষের নেতাকর্মীরা বাজার থেকে ফিরে যান। সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সোমবার দিনভর হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও উঠান বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। ইফতারের আগে পথসভা শেষ তার নেতৃত্বে জাহাজমারা বাজারে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে কৃষকদল নেতার ওপর হামলার প্রতিবাদে জাহাজমারা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জাহাজমারা বাজারে পাল্টা মিছিল বের করেন। এ সময় দুটি মিছিল মুখোমুখি হলে উভয় দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বিএনপির মিছিল থেকে হান্নান মাসউদের মিছিলে হামলা করা হয়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে মাউসুদ দলীয় নেতাকর্মীদের নিয়ে সড়কে বসে পড়েন। এ সময় তিনি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এভাবে দুই ঘণ্টা হান্নান মাউসুদ সড়ক অবরোধ করে রাখলে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে হান্নান মাউসদের মাথায় ইট পড়ে তিনি আহত হন।  

হান্নান মাসউদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে অর্ধশত নেতাকর্মীকে আহত করে এবং তাঁর গাড়িটি ভেঙে ফেলে। আহতদের মধ্যে তার দলের তিনজনকে গুরুতর অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা তার গাড়ি ভাঙচুর করে এবং ৫ থেকে ৭টি মোটরসাইকেল নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।

হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, ‘সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহবায়ক অব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতকর্মীরা। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে আব্দুল হান্নান মাউসদের পথসভার সামনে পড়ে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজেনা দেখা দেয়।’  

হাতিয়া উপজেলা যুবদলের সাবেল যুগ্ম আহ্বা রাকিব উদ্দিন অভিযোগ করেন, সন্ধ্যায় উপজেলা কৃষক দলের আহবায়ক অব্দুর রবকে পিটিয়ে আহত করার প্রতিবাদে বিএনপির নেতকর্মীরা জাহাজমারা বাজারে মিছিল বের করেন। বাজারের পশ্চিম দিক থেকে মিছিলটি পূর্বদিকে গেলে হান্নান মাসউদের উপস্থিতিতে আওয়ামী লীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় বিএনপির ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তিনি।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, সন্ধ্যায় জাহাজমারা বাজারে একই সময় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি পাল্টা পাল্টি মিছিল বের করে। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর হান্নান মাসউদ তার দলের নেতাকর্মীদে নিয়ে বাজারের দিন সড়কে অবস্থান নেন। এ সময় বিএনপি ও নাগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে হান্নান মাসউদসহ  উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হন। এরপর রাত ৩টা নাগাদ দুইপক্ষ বাজারের দুইদিকে অবস্থান নেয়। মাঝখানে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা অবস্থান নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেয়। পরে দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

ফ্যাসিবাদকে যারা পুনর্বাসনের চেষ্টায় আছে, তারা বোকার স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের...
রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র আবারও যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ও গণতন্ত্র...
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না। তিনি অভিযোগ করেন, প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টরা এখনও বহাল তবিয়তে আছে। আজ বৃহস্পতিবার...
পালিয়ে থাকা আওয়ামী লীগের ঘাপটি মারা দোসররা চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার সকালে...
২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের জনপ্রিয় পর্যটনস্থল পাহেলগামে ঘটে যায় এক মর্মান্তিক সন্ত্রাসী হামলা। যেখানে নিহত হন অন্তত ২৬ জন, যাদের মধ্যে ২৫ জন ছিলেন ভারতীয় পর্যটক এবং একজন...
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় স্কলার্স বিশ্ববিদ্যালয়ের ২ নারী শিক্ষার্থীকে আটক করার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া...
লক্ষ্মীপুরের সদর ও রায়পুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন সাবেক ব্যাংক কর্মকর্তা ও একজন মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনাগুলো ঘটে।
কাশ্মীরের পেহেলগামে জঘন্য সন্ত্রাসী হামলার ঘটনা কাঁপিয়ে দিয়েছে ভারতকে। ২৬ পর্যটকের প্রাণহানির এই ঘটনার শোক ছুঁয়ে গেছে সবাইকেই। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.