সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির নেতাকর্মীরা দলটিকে নিঃশেষ করে দিতে পারে। কাজেই তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুরে এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীর ওপর সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।
এ সময় এনসিপি নেতারা বলেন, অফিস দখলের ঘটনাকে কেন্দ্র করে সোমবার মধ্যরাতে সেচ্ছাসেবক দলের রূপনগর থানার সাবেক সাধারণ সম্পাদক এসআই টুটুলের নেতৃত্বে হামলা করা হয়েছে। লুকিয়ে থাকা ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দেওয়ার নাম করে তাদের ডেকে নেওয়া হয়। ঘটনার পর পুলিশ বিষয়টি জেনেও কোনো পদক্ষেপ নেয়নি, অভিযোগ তাদের। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান আন্দোলনকারীরা। এরপর একটি প্রতিবাদ মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিরপুর ১১ নম্বর গিয়ে শেষ হয়।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘তারেক রহমানকে আহ্বান করবো, আপনার দলে যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজের সাথে জড়িত তাদের শুধু দলীয়ভাবে বহিষ্কার করলেই হবে না, তাদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এই সন্ত্রাসীরা শুধু বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা করে ক্ষান্ত হবে না, তারা বিএনপিকে নিঃশেষ করে দিবে।’