প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার বৈঠকে বসছে বিএনপি। দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে।
বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে, তা পরিষ্কার করার জন্য প্রধান উপদেষ্টার কাছে রোডম্যাপ চাইবে বিএনপি।
সম্প্রতি গুলশানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, বিএনপি মনে করে জুনের আগেই নির্বাচনের সব প্রস্তুতি সম্ভব।
সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে কিছু বিভ্রান্তি আছে উল্লেখ করে তিনি বলেন, পঞ্চাদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায় বিএনপি। তবে, ধর্মনিরপেক্ষতা বাতিল নিয়ে কোনো প্রস্তাবনা দেয়নি দলটি। এটা নিয়ে ভুল ব্যখ্যা দেয়া হয়েছে বলেও দাবি তার।