সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে আজ আবারও আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এলডি হলে শুরু হয় এ আলোচনা।
এর আগে, গত ২৬ এপ্রিল জামায়াতের সঙ্গে আলোচনা হয় জাতীয় ঐকমত্য কমিশনের। সেদিন জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ অপরিবর্তিত রাখার পক্ষে মত দেয় জামায়াতে ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশন চার বছর মেয়াদের প্রস্তাব দিলেও জামায়াত চায় পাঁচ বছরই থাকুক।
সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন। আলোচনায় অংশ নেওয়ার আগে গত ২০ মার্চ ঐকমত্য কমিশনে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলাম।
প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ কমিশন সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেওয়ার পর ২০ মার্চ থেকে দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা করছে।