ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা কোথায় তা অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? যে আপনাদের সংগঠিত হতে একটু সময় লাগবে। কিংবা আপনি কারও কারও সঙ্গে একটু জোটের চেষ্টা করছেন, সে জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। দেশে একটা নির্বাচিত সরকার কায়েম হওয়ার মাধ্যমে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ আরও সংগঠিত এবং সক্ষম হওয়ার যে সুযোগ সেটা থেকে বঞ্চিত রাখবেন?
এ সময় বিএনপির এ নেতা আরও জানান, আওয়ামী লীগের সাথে কোনো আপোস নয়। আওয়ামী লীগের সাথে কেউ আপোস করতে গেলে তা রুখে দেওয়া হবে।
আলোচনা সভায় নজরুল ইসলাম খান জানান, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অপপ্রচার চালানো হচ্ছে।
এসময়, রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম। তিনি জানান, নির্বাচন পেছাতে নানা ধরনের টালবাহানা করা হচ্ছে যা কাম্য নয়।