সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

নির্দিষ্ট সময়ে জুলাই ঘোষণাপত্র না এলে আন্দোলনে নামবে এনসিপি 

আপডেট : ২০ মে ২০২৫, ০৮:৪৬ পিএম

সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শিগগিরই শুরু হবে এই আলোচনা। 

এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকর ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে যান আওয়ামী লীগ সভাপতি। 

এরপর গত ৩১ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা। অবশ্য পরে সরকার ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিলে তারা সেখান থেকে সরে আসে। 

সম্প্রতি ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, ঐকমত্যের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এটা ৩০ কর্মদিবসে, কথাবার্তা হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে। যদি মতানৈক্য থাকে, এটা কতটা কমিয়ে আনা যায়। এটা করে যেন ঘোষণাপত্রটা দেওয়া যায়, সবাই মিলে।’

রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র ৫ আগস্টের পরপরই হওয়া উচিত ছিল। দেরিতে হলেও এখন সেটি দেওয়া উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন বসা এবং একটা ঐকমত্যে পৌঁছানো ঘোষণাপত্রের ব্যাপারে। যেন এটা নিয়ে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। এই ঘোষণাপত্র যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া উচিত।’

এনসিপি বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। নতুন রাজনৈতিক দলটির যুব শাখা জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, ‘সরকার যদি আবারও এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে প্রহসন শুরু করে, তাহলে সেটার জবাব আমরা রাজপথেই দেবো। আমরা মনে করি, সরকারের কখনোই উচিত নয় প্রহসন করা। এই সরকার তো জুলাই গণঅভ্যুত্থানের সরকার।’ 

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ‘আমরা দাবি করছি যে এই ঘোষণাপত্র এবার বাস্তবায়ন হবে। কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ৩০ কার্যদিবসের কথা এবং আমরা এটা পর্যবেক্ষণ করছি গুরুত্ব সহকারে।’ 

এর আগে জুলাই ঘোষণাপত্রের খসড়া করা হয়েছিলে। সেখানে ১৯৪৭ থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়।

বর্তমান নির্বাচন কমিশনের ওপরই আস্থা রাখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এ কথা জানান।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পাওয়ার পর জামায়াতে ইসলামী জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের ওপর তাদের আস্থা আছে। মঙ্গলবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে...
আগামী ১ থেকে ৫ জুলাই মাঠে থাকার ঘোষণা দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না।’ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন...
দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
আগামী ২ জুলাই শুরু হচ্ছে ২০২৫ নারী ইউরো। ১৬ দলের এই টুর্নামেন্টের আয়োজক সুইজারল্যান্ড।  দেশের মাটিতে হতে যাওয়া টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছেন আলিসা লেমান ও তাঁর দল। কিন্তু সে প্রস্তুতি...
প্রায় দুই বছর ধরে সার্টিফিকেশন (সেন্সর) বোর্ডে আটকে ছিল কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’। বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রশংসা ও পুরস্কার—সব পেলেও বিগত সময়ে দেশে মুক্তির অনুমতিই দেওয়া হয়নি...
ইরানের বিচার এক বিবৃতিতে বলেছে, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল নামের তিন ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালিয়েছিলেন। জায়নবাদী শাসককে (ইসরায়েল) সহযোগিতা করার...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.