হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসায় ঢোকার চেষ্টা ও পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতাকে আটকের পর ধানমন্ডি মডেল থানায় যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ডিএমপি কমিশনারের অনুরোধেই তিনি থানায় যান।
আব্দুল হান্নান মাসউদ তার পোস্টে লেখেন, ‘মোহাম্মদপুর থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছাআ) আহ্বায়কসহ তিনজনকে আটক করা হয় মবসৃষ্টির চেষ্টাকালে, যার ফলে বৈবিছাআর পরিচয়ে স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল। এ বিষয়ে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই। সেখানে গেলে প্রশাসনের অনুরোধে বিষয়টির মধ্যস্থতা করি। যেহেতু প্রশাসন ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ রুজু করেননি, এবং করতেও চাচ্ছিল না।’
এনসিপির এ নেতা আরও লেখেন, ‘আর তাছাড়া ফ্যাসিবাদবিরোধী একটা মঞ্চের ব্যানারে নিয়মিত মব সৃষ্টি করা ব্যক্তিদের মধ্যেও একজন সেখানে ছিল, যেটা পরবর্তীতে আমি জানতে পারি। এই বিষয়ে প্রশাসনকে পরিপূর্ণ সহযোগিতা করা হচ্ছে, ইনশাআল্লাহ এই মবসৃষ্টির মূলহোতারা দ্রুত এরেস্ট হবে। ডিএমপিকে ওদের ব্যাপারে ইনফর্ম করা হয়েছে।’
সোমবার মধ্যরাতে ধানমন্ডির ৪ নম্বর সড়কে প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাড়িতে ঢোকার চেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে আটক করে পুলিশ। তারা গোলাম মোস্তফাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান করছিল।
পরে গোলাম মোস্তফা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বী (২৬), সংগঠনটির ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক ফারহান সরকার দীনা (২৬) এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী মোহাম্মাদউল্লাহ জিসান (২৪)।
প্রায় ১৩ ঘণ্টা আটক রাখার পর মঙ্গলবার বিকেল ৩টার দিকে আব্দুল হান্নান মাসউদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে অব্যাহতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির এক জরুরি নোটিশে বলা হয়েছে, ‘নৈতিক স্খলনজনিত কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।’