সেকশন

শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
Independent Television
 

সরকারে থাকা ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইশরাক 

আপডেট : ২১ মে ২০২৫, ১০:৩৩ পিএম

অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার রাজধানীর কাকরাইল এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনর মেয়রের হিসেবে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি জানান। 

ইশরাক আরও জানান, নির্বাচনের রোডম্যাপ না আসা পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় বৃহস্পতিবার আদালতের রায় ঘোষণার আগ পর্যন্ত সমর্থকদের মাঠে থাকার নির্দেশও দেন তিনি। 

বিএনপির সাথে শত্রুতা না করে সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের সাংগঠনিক রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ইশরাক বলেন, ‘বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করা হচ্ছে। দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। নির্বাচনের রোডম্যাপ না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

ইশরাক বলেন, ‘আরেকটা স্বৈরাচারের জন্ম এই বাংলায় হবে না। জবাব দেওয়ার জন্য জনগণ প্রস্তুত আছে। সরকারের ওপর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না। আসিফকে নিজ দলে গিয়ে রাজনীতি করতে হবে।’ 

এর আগে সকালে মৎস্য ভবনের সামনের সড়ক অবরোধ করেন ইশরাকের সমর্থকরা। তাদের অবস্থানে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কাকরাইল সংলগ্ন এলাকায় তৈরি হয় যানজট। 

এর পর ইশরাকের সমর্থকরা হেয়ার রোডে কাকরাইল মসজিদ সংলগ্ন এলাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার প্রবেশমুখে অবস্থান নেন। এসময় তারা ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানান।

বৃষ্টি উপেক্ষা করে দিনভর চলে আন্দোলন। নগরভবনের কার্যক্রমও বন্ধ ছিল। আদালতের রায় না আসা পর্যন্ত এখানেই অবস্থান করার কথা জানিয়েছেন ইশরাক সমর্থকরা।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ফলাফলে ইশরাক হোসেনকে নিকটতম প্রতিদ্বন্দ্বী দেখানো হয়। ওই ভোটে কারচুপির অভিযোগ করে ইশরাক আদালতে মামলা করেন। গত ২৭ মার্চ নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত।

এরপর গত ২২ এপ্রিল ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। ২৭ এপ্রিল প্রকাশ করা হয় গেজেট।

গেজেট প্রকাশের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, মতামত দেওয়ার আগেই গেজেট প্রকাশ করেছে ইসি। আর ইসি বলছে, আদালতের রায় বাস্তবায়ন করতেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে গত কয়েকদিন ধরেই ঢাকা দক্ষিণের নগর ভবনে ব্লকেড কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। 

নির্বাচনকালীন বা তত্ত্বাবধায়ক নামে আলাদা সরকার নয়- নিরপেক্ষ থাকলে, অন্তর্বর্তী সরকারের অধীনেই ভোটে যাবে বিএনপি। দলটির নেতারা বলছেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনই, এ সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। আর...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত হওয়া বৈঠকটি রাজনৈতিক টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির...
ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
চট্টগ্রাম জামায়াতের ভারপ্রাপ্ত আমির পদে দায়িত্ব দেওয়া হয়েছে নায়েবে আমির নজরুল ইসলাম। এর আগে এই পদে ছিলেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তবে শাহজাহান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া...
শুধু আফ্রিকা কেন, লর্ডসে যেকোনো দলের জন্যই এ লক্ষ্য কতটা কঠিন, সেটা পরিসংখ্যানের দিকে তাকালে সহজেই বোঝা যায়। লন্ডনের এ ভেন্যুতে চতুর্থ ইনিংসে ২৮২ বা এর চেয়ে বেশি রানে তাড়া করে জেতার রেকর্ড আছেই...
বলিউডে রাজকীয় বিয়ের যে চল, তার পথিকৃৎ বলা যায় কারিশমা কাপুরকে। ২০০৩ সালে মুম্বাইয়ে দাদু রাজ কাপুরের বাড়িতে চার দিন ধরে হয়েছিল এলাহি আয়োজন—সংগীত, মেহেদি, বিয়ে, রিসেপশন—সব মিলিয়ে যেন এক...
পাচার হওয়া বন্যপ্রাণী শনাক্তে প্রথমবার ব্যবহার হচ্ছে প্রযুক্তি। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) নামের এ পদ্ধতিতে প্রাণীদের শরীরে লাগানো হয়। যেখানে থাকে বিশেষ শনাক্ত নম্বর। এতে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.