বিচার, সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা দিলে, রাজনৈতিক অস্থিরতা কাটতে পারে। এ আশা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক সংহতি সমাবেশে একথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, ‘পরস্পরবিরোধী অবস্থানের কারণে ফ্যাসিবাদীরা সুবিধা পাবে। ঐক্য কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদ ব্যবস্থাকে বিদায় করতে রাষ্ট্রীয় ক্ষমতায় ভারসাম্য আনতে হবে।’
এ সময় তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট দলের পক্ষপাতিত্ব করা সরকারের কাজ নয়। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে, সরকারকে ন্যূনতম ঐক্য বজায় রাখতে হবে।
এর আগে, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান বক্তারা। মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করাসহ ১০ দফা দাবি তুলে ধরা হয় সমাবেশে।
সমাবেশে বক্তরা বলেন, এই অভ্যুত্থান শ্রমিকের রক্তের ওপর দাঁড়িয়ে এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছেন শ্রমজীবীরা। আউটসোর্সিং-এর কর্মচারীরা সুবিধা বঞ্চিত, সরকারি অফিসেই বৈষম্য সম্মানজনক মজুরি, ছুটি, মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করতে হবে।
জোনায়েদ সাকি বলেন, শ্রম আইনিকে যদি আন্তর্জাতিক মানের করতে না পারি তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ টিকতে পারবো না। শ্রমিকের অধিকার না ফিরে পায়, বাংলাদেশ এগোতে পারবে না।