সেকশন

সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

কোনো কারণে সেনাবাহিনী বিতর্কিত হোক তা চাই না: জামায়াতের আমির

আপডেট : ২৪ মে ২০২৫, ১০:৫৭ এএম

কোনো কারণে বাংলাদেশ সেনাবাহিনী বিতর্কিত হোক তা বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশ গভীর সংকটে পড়বে।

আজ শনিবার কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। 

জামায়াতের আমির বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতিতে বিচলিত না হলেও সতর্ক অবস্থানে পর্যবেক্ষণ করছে জামায়াত। জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থাতে ঠিক হবে না। আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।’ তিনি আরও বলেন, ‘জামায়াত আলোচনার জন্য সরকারকে বলেছে। অতীতে এ ধরনের পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছিল। জাতির মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে, তা আলোচনার মধ্য দিয়ে জাতি হিসেবে সন্তোষজনক জায়গায় যেতে পারব।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘বন্দর ব্যবস্থাপনার একটি বিষয় সামনে এসেছে। এটি বিশাল বিষয়। এটি আমাদের লাইফ লাইন। এই বন্দরের ওপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করছে। এমন বন্দর ব্যবস্থাপনা নিয়ে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে বলে আমি মনে করি না। আরও অংশীজনের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’

জামায়াতের আমির বলেন, ‘নির্বাচন দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করতে চায় না জামায়াত। তবে সকল দলের সাথে রাজনৈতিক আলোচনার মধ্যে দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব।’

সেনাবাহিনীর ইতিহাস তুলে ধরে জামায়াতের আমির বলেন, ‘ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকে সেনাবাহিনীর অনেক মর্যাদাপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্যদিয়ে আমাদের এই বাহিনী গড়ে উঠেছে। কোনো কার্যক্রমে, কারও পদক্ষেপে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক আমরা তা চাই না। আমরা চাই, এই প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রেখে, তারা দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকবেন। এতেই দেশের গৌরব, সেনাবাহিনীরও গৌরব। আমরা আমাদের সেনাবাহিনীকে সেই গৌরবের জায়গায় রাখতে চাই। এই জায়গা কেউ ক্ষতিগ্রস্ত করবেন না এই আশা রাখতে চাই। সেনাবাহিনী নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলে আমরা মনে করি। সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।’

 

দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়া আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার নির্বাচন কমিশনে (ইসি) এসে দলটির নিবন্ধনের প্রাথমিক আবেদন জমা দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের...
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে শুধু ৩০০ আসনে নয়, প্রয়োজন হলে ৩ হাজার আসনেও...
লক্ষ্য অর্জনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সবাই সাহায্য করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিপ্লবী...
বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, জাতির মুক্তি হবে না, সংস্কার ছাড়া নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম...
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আজ সোমবার শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন।
সুফিয়া কামাল ছিলেন একজন সংগঠক, নারী আন্দোলনের পুরোধা। তাঁর জীবনে বিশাল একটি ক্ষেত্র ছিল। তিনি সকলকেই নিজের সন্তানের মতো স্নেহ করতেন। তিনি সংগ্রাম, কাব্য চর্চা এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নারী...
বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সিনিয়র সদস্য ও সিলেট–৬ আসনের বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী আ ম অহিদ আহমদের উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জে ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয়েছে। রোববার...
গত বিশ বছর ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে জর্জ ডব্লিউ বুশ নামটা জড়ানো ছিল। এখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করছেন যেন এই যুদ্ধের সঙ্গে তাঁর নামও জড়ায়। ট্রাম্পের হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.