এপ্রিলে ভোটের তারিখ ধরে নির্বাচন কমিশন (ইসি) শিগগিরই নির্বাচনের রোড ম্যাপ দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সকালে কুমিল্লার মুরাদনগরে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।
এসময় আসিফ মাহমুদ জানান, আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে, এমন একটা ভাবনার জায়গা ছিল রাজনৈতিক দলগুলোর। তবে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় এ নিয়ে আর ভাবার কারণ নেই।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ তো হয়নি। একটা সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে, এপ্রিল মাসের প্রথমার্ধে। এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটি রোডম্যাপ যথাসময়ে দেবে।’
স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় জনগণের সমস্যার কথা মাথায় রেখে এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে কমিশনের সাথে কথা বলা যেতে পারে বলেও মত তার।
এসময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মূলধারার গণমাধ্যমে গুজব ছড়ানোকে দুঃখজনক বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।