জুলাই সনদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন করা মানে বিএনপির কাছে আত্মসমর্পণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আজ শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার বৈঠকের প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
ইনডিপেনডেন্ট টেলিভিশনকে সারোয়ার তুষার বলেন, সরকার এখন কার্যত বিএনপির ছকেই দেশ চালাচ্ছে।
এসময় জাতীয় ঐকমত্য কমিশনের ভবিষ্যত নিয়ে হতাশা প্রকাশ করেন তুষার। বলেন, বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে তা আগামীর জন্য ভালো কিছু হবে না।
নির্বাচনের সময়সীমা, সংস্কার ও বিচার নিয়ে রাজনৈতিক অঙ্গনে টালামাটাল অবস্থায় লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটি ছিল গুরুত্বপূর্ণ। তবে বৈঠকের পর এমন সিদ্ধান্ত হতাশাজনক বলেও জানান দলটির এই নেতা।