সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

নির্বাচনি কার্যক্রমে সংস্কার করতে হবে: মাওলানা এ টি এম মাসুম

 

 

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৯:১২ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় নির্বাচনে অবাধে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার মতো পরিবেশ চায় উল্লেখ করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, ‘এজন্য নির্বাচনি কার্যক্রমে সংস্কার করতে হবে।’ সোমবার সন্ধ্যায় নরসিংদী জেলা জামায়াতে ইসলামী আয়োজিত ‘‘উপজেলা দায়িত্বশীল শিক্ষা শিবিরে’’ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এ টি এম মাসুম বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের অধীনে, একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক, অবাধে নিজেদের প্রার্থীকে ভোট দেওয়ার মতো পরিবেশ নিশ্চিত করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যাতে দেশটা চলতে পারে সে ধরনের একটি নির্বাচন আমরা চাই। এ নির্বাচন যদি বাংলাদেশে হতে হয়, তাহলে এর আগে নির্বাচনী কার্যক্রমে সংস্কার সাধন করতে হবে।’

এ প্রসঙ্গে মাওলানা এ টি এম মাসুম আরও বলেন, ‘দেশের যেখানে যেখানে বৈষম্য রয়েছে সেখান থেকে দেশকে মুক্ত করতে হবে। সংবিধানে পরিবর্তন আনতে হবে। নির্বাচনি আইনে পরিবর্তন আনতে হবে। দেশের বিচার ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থেকে যেসমস্ত লোক প্রশাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং যাদের হাতে আগামী নির্বাচনও সুষ্ঠুভাবে হবে না বলে আমরা বিশ্বাস করি, এসব লোকদের খুঁজে বের করে তাদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে।’

জামায়াতের এই কেন্দ্রিয় নেতা অভিযোগ করেন, ‘স্বাধীনতার পর থেকে ৫৪ বছরে যারাই ক্ষমতায় এসেছে, তারা এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কোনো কাজ করেনি। যারা ক্ষমতায় এসেছে, তারা লুটপাট, অনিয়ম, রাজনীতিহীনতা, চক্রান্ত, ষড়যন্ত্র ও দেশকে বিদেশেরে হাতে তুলে দেওয়ার অপরাজনীতি করেছে। যার কারণে মানুষ তাদের প্রতি অত্যন্ত বিরক্ত।’

এ টি এম মাসুম আরও বলেন, ‘দেশের জনগণ এমন একটি শাসক গোষ্ঠী চায়, যারা জনগণের দুঃখ বুঝবে, জনগণের জন্য কাজ করবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তারা ভূমিকা পালন করে দেশকে ঐক্যবদ্ধ রাখবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সবধরনের হুমকি থেকে রক্ষা করবে।’

নরসিংদীর জামেয়া কাসেমিয়া মাদ্রাসায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোসলেহুদ্দিন। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমজাদ হোসাইনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস সেক্রেটারি আ ফ ম আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আমীরুল ইসলাম আমির ও জেলা কর্মপরিষদ সদস্য মো. মাহফুজ ভূঁইয়াসহ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্যরা।

যারা রাজনীতিকে কলুষিত করতে চায়, তাদের দেশের জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধ্বংস করার জন্য অপপ্রচার ও চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক...
নৌকাকে নির্বাচনি প্রতীক থেকে বাদ দিতে নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুপুরে প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা...
শেখ হাসিনা সরকারের আমলে তিন তিনবার এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, তাই মানুষ প্রতিবাদে রাজপথে নেমে এসেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার ১৩...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.