রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে আজ। আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে চলবে বৃহস্পতিবার (১৯ জুন) পর্যন্ত।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের সভাপতিত্বে বেলা ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে বৈঠক।
এতে ধাপে ধাপে অংশ নেবে বিএনপিসহ ৩০টি দল। এবারের বৈঠকে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়।
এর আগে, ৩ জুন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের প্রথম বৈঠক হয়। যেসব বিষয়ে ঐক্যমতে পৌঁছানো যায়নি সেগুলো নিয়েই দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দফা বৈঠকে আলোচনা করা হবে।