সরকারের উপদেষ্টারা আদালতকে তোয়াক্কা না করে আইনি জটিলতাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
আজ বুধবার মেয়রের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন ইশরাক হোসেন।
আজ বুধবার সকাল ১০টার দিকে শুরু হয় কর্মসূচি। তাদের স্লোগানে সরব হয়ে ওঠে পুরো এলাকা। শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয়।
পরে দুপুরে ইশরাক হোসেন বলেন, বিক্ষোভ কর্মসূচির কারণে কোনো জরুরি সেবা বন্ধ হয়নি, উল্টো সব ধরনের সাহায্য করা হচ্ছে। তাঁর দাবি, আন্দোলনকে বিতর্কিত করার পাঁয়তারা করছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা। এর পর ঢাকা দক্ষিণের মশানিধন কার্যক্রম উদ্বোধন করেন ইশরাক হোসেন।