সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

ফেব্রুয়ারিতে ভোটের সময় ধরে এগোচ্ছে বিএনপি

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:৫৮ এএম

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ধরে প্রস্তুত হচ্ছে বিএনপি। প্রার্থী বাছাই, ইশতেহার, নির্বাচনি জোট-এই তিনটি বিষয় সামনে রেখে এগুচ্ছে দলটি।

প্রার্থী মনোনয়নে প্রাধান্য দেওয়া হচ্ছে ত্যাগী, সৎ ও জনগণের কাছে গ্রহণযোগ্য নেতাদের। অনেক নতুন মুখ থাকলেও নবীন-প্রবীনের সমন্বয়ে প্রার্থী দেওয়া হবে জানিয়েছেন দলটির নীতি-নির্ধারণী নেতারা।

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আলোচনার পর এখন ভোটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে কাজ শুরু করছেন দলের নীতি নির্ধারকরা। প্রতি আসনে একাধিক প্রার্থী থাকায় মনোনয়নে সঠিক সিদ্ধান্ত নিতে মাঠে পর্যায়ে চলমান আছে একাধিক জরিপ।

বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, একাধিক নয়, এবার একজন প্রার্থীকেই ধানের শীষ প্রতীক দেওয়া হবে। বাদ যাবেন অতীত কর্মকাণ্ডের জন্য বিতর্কিক ব্যক্তিরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনী ইশতেহার প্রণয়ন, প্রার্থী বাছাই  এবং সাংগঠনিক কিছু কাজকর্মসহ নির্বাচন সংক্রান্ত যাবতীয় যে কাজগুলো থাকে সেগুলোর গতি বাড়িয়েছি আমরা।’

তিনি বলেন, ‘মাঠ পর্যায়ের নেতা–কর্মীদের মতটা সবচেয়ে প্রাধান্য পাবে। সার্বিক বিষয়গুলোকে এক সাথে মূল্যায়ন করব। ত্যাগ, গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা এসবই।’

বিএনপি নেতারা জানান, প্রার্থী মনোনয়নে তরুণ নেতারা অগ্রাধিকার পেতে পারেন। দেখা যেতে পারে অনেক নতুন মুখ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে যার গ্রহণযোগ্যতা, এলাকায় জনপ্রিয়তা আছে। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটা প্রথম বিষয়। দলের প্রতি যার ত্যাগ আছে, দীর্ঘদিন দলের প্রতি বিশ্বস্ত ছিল, দলে আন্দোলন সংগ্রামে ভূমিকা ছিল।’

তিনি বলেন, ‘এত বছর অনেক নতুন প্রার্থী এসেছে। সুতরাং নবীন–প্রবীণ মিলিয়ে ভারসাম্য রেখেই মনোনয়ন দেওয়া হবে।’

মনোনয়নের ক্ষেত্রে ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বর্তমান অবস্থানও পর্যালোচনা করা হবে।

নির্বাচনের আগে মানবতাবিরোধী অপরাধের বিচার দৃশ্যমান দেখতে চাওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 
একটি ইসলামী দল এখনও সামাজিক যোগাযোগ মাধ্যেম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ইসলামী দলটি...
কিছু মৌলবাদী সংগঠন এবং সুবিধাবাদী সংগঠনের লোকেরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া। বুধবার বিকেলে...
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেন, আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ও তাঁর বড় বোন শারমিন আহমদ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন...
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার পর সহিংসতা সৃষ্টি হলে আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর গোপালগঞ্জে কারফিউ আরও একদিন বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান...
দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিপাতে রাস্তাঘাট, গাছপালা ডুবে গেছে দেশের কয়েকটি প্রদেশ। দুই জনের মৃত্যু হয়েছে। নিরাপদ স্থানে সরানো হয়েছে এক হাজার বাসিন্দাকে। বৃহস্পতিবার প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.