জাতীয় ফুল ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা আবেদনে ইসিকে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ।
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন নামের একটি সংগঠনের কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।
আব্দুস সালাম আজাদ বলেন, ‘জাতীয় প্রতীক শাপলা কোনো দলের প্রতীক হতে পারে না। নির্বাচন কমিশন যেন এই প্রতীক কোনো দলকে না দেয়।’
গতকাল রোববার জাতীয় ফুল ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দেয় এনসিপি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আবেদন জমা দেয় নতুন রাজনৈতিক দলটি।
এদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তার করায় আইন শৃঙ্খলা বাহিনীদের স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
প্রেসক্লাবের সামনে সোমবারের কর্মসূচিতে প্রধান অথিতির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘বিগত দিনে আমাদের ভোট অধিকার কেড়ে নেওয়ায় যারা যারা জড়িত ছিল তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানাই।’