আগামী ১ থেকে ৫ জুলাই মাঠে থাকার ঘোষণা দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না।’ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, হাজী মুসলিম বৃত্তি প্রদান ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি বলেন, ‘আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাঠে আমরা সরব থাকব। আমরা জানান দেব- ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না। ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে। ফ্যাসিবাদের দাফন হয়েছে। কোনোভাবে যদি ওই ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠে– এই প্রজন্মকে, আমাকে–আপনাকে ধ্বংস করবে। সেই সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না। সেই ক্ষেত্রে এই প্রজন্মের দায়িত্ব সবচেয়ে বেশি।’
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘শিক্ষার্থীরা মায়ের সঙ্গে রাজপথে এসেছিল। যারা স্কুলে পড়ত, এসএসসি পরীক্ষা দিয়েছে, আজকে তারা এইচএসসি পরীক্ষা দেবে। এরা মাঠে খুব সরব ছিল। মা-বাবার হাত ধরে মাঠে আন্দোলন করেছে। সেই আন্দোলন করতে গিয়ে লক্ষ্মীপুরসহ সারাদেশে হাজার হাজার ছাত্র-জনতাকে তারা (আওয়ামী লীগ) হত্যা করেছে। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ খুন করেছে। নারীদের খুন করেছে। সাধারণ মানুষকে খুন করেছে। তখনও তারা চিন্তা করেছিল, এ ক্ষমতা চালিয়ে যেতে হবে। এতে আরও যদি লাশ নিতে হয়, আরও যদি রক্ত শোষণ করতে হয়, হাসিনা সেখানেও দ্বিধা করেনি, চিন্তা করেনি। ক্ষমতায় থাকার মনোবাসনা নিয়ে হাসিনা জুলাই আন্দোলনে ছাত্রদের-ছাত্রীদের-নারী-পুরুষ-শিশুসহ সবার উপর নির্যাতন–নিপীড়ন চালিয়েছে।’
বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যানি জুলাই আন্দোলন প্রসঙ্গে বলেন, ‘আমাদের আন্দোলনের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য যদি পূরণ না হয়, জাতির কাছে কিন্তু আমরা জবাব দিতে পারব না। যদি জাতির কাছে আমরা জবাবদিহি থাকি তাহলে যে লক্ষ্য নিয়ে আমরা রাজনীতি করেছি, যে লক্ষ্যে পৌঁছার জন্য আন্দোলন করেছি, সেই টার্গেটে পৌঁছা আমাদের পক্ষে সম্ভব। আমাদের সবার মধ্যে সেই জাগরণ, সেই স্পিড ৫ আগস্টের আগেও ছিল, এখনো আছে। এটি ধরে রাখতে হলে দৃঢ় ঐক্য থাকতে হবে। সেই ঐক্য ইস্পাত কঠিন ঐক্য হতে হবে। সেই ঐক্য হবে ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদ, স্বৈরাচার ও সর্বোপরি শেখ হাসিনাসহ তার গংদের বিরুদ্ধে। এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো ভাগাভাগি ও মতভেদ নেই। আমরা সেই ঐক্য সুদৃঢ় করব।’
কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিমসহ কলেজ শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা।