চীনের সাথে বিএনপির অভূতপূর্ব সম্পর্ক’ স্থাপিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন সফরের দ্বিতীয় দিনে গেইট হলে চীনের পররাষ্ট্র বিষয়ক উমন্ত্রী সান ওয়েইডং এবং চীনের কমিনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এর সঙ্গে পৃথক দুইটি বৈঠকের পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের একথা জানান।
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির সঙ্গে চীনের বন্ধুত্ব সবসময় ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক স্থাপন করেন। আমরা এবার সম্পর্কের ৫০তম বার্ষিকীতে চীনে এসেছি। বিশেষ করে চীনের পক্ষ থেকে চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি। চীনের সাথে একটা অভূতপূর্ব সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে বিএনপির সঙ্গে।’
মির্জা ফখরুল বলেন, ‘চীনে আমাদের এই সফরের জন্য তাদের (চীনের কমিনিউস্ট পার্টির) আগ্রহ ছিল অনেক বেশি। আমাদের সাথে অনেক ফলোপ্রসু আলোচনা হয়েছে। আমাদের আলোচনায় একটা সিদ্ধান্ত হয়েছে যে, পার্টি টু পার্টি এমপিও হবে দুই বছরের একবার করে পলিটিক্যাল ডায়ালগের জন্যে। আমি মনে করি দিস ইজ এ ব্রেক থ্রো। এটা এই সফরে একটা বড় অর্জন হয়েছে।’
বিএনপি মহাসচিব জানান, চীন বাংলাদেশের ডেভেলপমেন্টকে গুরুত্ব দেবে, একই সঙ্গে তারা বলেছে যে, এই ডেভেলপমেন্টের সঙ্গে জনগণকেই যেন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।
দুই বৈঠকের শুরুর আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সান ওয়েইডং এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও।
এই বৈঠক দুইটি বিএনপি মহাসচিবের সাথে ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।
চীনের স্থানীয় সময় সকালে চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সান ওয়েইডং সাক্ষাত করে বিএনপির প্রতিনিধি দল। দেড় ঘণ্টার স্থায়ী বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে স্থানীয় সময় সকাল ১১টায় বিএনপি মহাসচিবসহ প্রতিনিধি দলের সদস্য কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এর সাথে বৈঠক করেন। দুপুরে বিএনপির প্রতিনিধি দলের সন্মানে মধ্যহ্নভোজে আপ্যায়ন করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপ-মন্ত্রী সান হাইয়ান। বিএনপির প্রতিনিধি দল পরে ‘মিউজিয়াম অব কমিনিস্ট’ এবং ঐতিহাসিক গ্রেট ওয়াল পরিদর্শন করেন। বিএনপির প্রতিনিধি দলের সন্মানে সন্ধ্যায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দেয়া এক অনুষ্ঠানেও মহাসচিবসহ নেতৃবৃন্দ যোগ দেন।