একটি পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার কেরানীগঞ্জের চুনকুটিয়া স্কুল মাঠে বিএনপির এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘একটি পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার পক্ষে সমাজিক যোগাযোগ মাধ্যমে সাফাই গাইছে। আমরা এখন নিজেরাই নিজেদের মধ্যে আপষে লড়াই শুরু করেছি।’
বিএনপির এই নেতা বলেন, ‘যারা নির্বাচন চায় না, সংস্কার সংস্কার করে সময় পার করছে তারাই ভারতের দালাল।’
আওয়ামী লীগের মতো করে, গনঅভ্যুত্থানের চেতনা বিক্রি না করার পরামর্শ দিয়ে তিনি সংশ্লিষ্টদের অভ্যুত্থানের একক কৃতিত্ব দাবি করা থেকে বিরত থাকার অনুরোধ জানান।
সালাহউদ্দিন বলেন, ‘আওয়ামী লীগের সহযোগী দলগুলো এখন ঐক্যমত্য কমিশনে এসে আলোচনা করে, খানাপিনা করে চলে যায়। কোনো সিদ্ধান্তে আসে না। এভাবে চলতে থাকলে সনদ কবে ঘোষণা হবে, তা নিয়ে শংকা থেকে যায়। সংস্কার আর বিচার নিয়ে টালবাহানা করবেন না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা বলেছি, স্বল্প মেয়াদি সংস্কার করে নির্বাচন দিয়ে দিন। মধ্য ও দীর্ঘ মেয়াদি সংস্কারগুলো নির্বাচিত সরকার এসে করবে।’
এ সময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ছিনতাই করে একক অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল, ভুল করেছিল। এই ভুল আর করবেন না। হাসিনা পালিয়ে গেছে। কিন্তু জনগন যেমন ছিল, তেমনই আছে। আগের মতোই।’