চাঁদাবাজির অভিযোগ ওঠার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ স্থগিত করেছে সংগঠনটি। একই সঙ্গে তাঁকে কেন বহিস্কার করা হবে না, সেই বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামের সই করা শোকজ নোটিশে বলা হয়, নিজাম উদ্দিন সংগঠনের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কিছু কার্যকলাপে জড়িত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে।
কেন তাঁকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে আগামী তিন কর্মদিবস সময় দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এর আগে শনিবার সকালে নিজামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। বিষয়টি নিয়ে দিনভর বেশ আলোচনা-সমালোচনা হয়।