দেশকে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফেরাতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক এই আলোচনার সভার আয়োজন করে বিএনপি। আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন আলোচকরা। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে বিভেদ থাকতে পারে। তবে আলোচনার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে।’
দ্রুতই গণতন্ত্রের পথে ফিরতে সবাইকে একসাথে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।