প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৮, ১০:২২ এএমআপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১০:২৪ এএম
সাইফুজ্জামান শিখর
মাগুরা-১ আসনে বর্তমান সংসদ সদস্য ছাড়াও আছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী। তবে মূল আলোচনায় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর। অন্যদিকে, আসন পুনরুদ্ধারে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমানকে প্রার্থী দেখতে চায় বিএনপির একাংশ। তবে, তৃণমূল নেতারা বলছেন, কেন্দ্র থেকে যাকেই প্রার্থী করা হোক, সবাই থাকবেন তার পাশে।
সদর উপজেলার ১৩ ও শ্রীপুরে ৮ ইউনিয়ন নিয়ে মাগুরা-১ আসন। ১৯৯৬ থেকে ২০১৪ পর্যন্ত টানা চার নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের ডাক্তার সিরাজুল আকবর। ২০১৫ সালে তার মৃত্যুতে উপনির্বাচনে জয়ী হয়ে আসেন সাবেক সেনা কর্মকর্তা এটিএম আবদুল ওয়াহ্হাব। এবারও ভোটে লড়তে মাঠে আছেন তিনি।
তার বিপরীতে মনোনয়ন দৌড়ে আছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসের বাবলু, কেন্দ্রীয় নেতা পঙ্কজ সাহা ও সাবেক যুবলীগ নেতা কুতুবুল্লাহ কুটি মিয়া। তবে, ২০০৮-এর পর স্থানীয় রাজনীতি সক্রিয় আছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর।
অন্যদিকে, সাংগঠনিক দুর্বলতার পাশাপাশি অভ্যন্তরীণ বিরোধে বিপর্যস্ত বিএনপি। চেয়ারপারসন উপদেষ্টা কবির মুরাদ ছাড়াও ধানের শীষে ভোট লড়তে চান ৪ জন। তবে দলের একাংশ মনে করে, আসন পুনরুদ্ধারে দরকার নতুন মুখ। সেক্ষেত্রে আরাফাত রহমানের স্ত্রী শর্মিলী রহমানের নাম আছে আলোচনায়।
একানব্বই পরবর্তী নির্বাচনে ভোটারদের একটি বড় অংশ ছিলো জাতীয় পার্টির পাশে। এবারের ভোটে দলটির প্রার্থী হতে পারেন হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা হাসান সিরাজ সুজা।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাড়ে ১৫ বছরে এ দেশ লুট করেছে, খুন ও গুম করেছে, জুলুম করছে। তারা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে, গরিবের টাকা মেরে বিদেশে পাচার করেছে। তাদের আর এ...
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘নির্বাচনের পূর্বে মৌলিক সংস্কারে ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকবে না। খুনিদের বিচারের বিষয়েও আমাদের কোনো আপস থাকবে না। জুলাই...
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তার ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ‘ডিসিপ্লিনারি অ্যাকশন’ নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ। সোমবার মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও ভিডিও দেখতে...
দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলায় চালু হতে যাচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। এর মধ্যে ১৩৫টি উপজেলা অতি উচ্চ বা উচ্চ দারিদ্র্যপ্রবণ, যেখানে একসঙ্গে শিক্ষা ও পুষ্টি সংকটে রয়েছে। বাকি ১৫টি উপজেলা অপেক্ষাকৃত...
নৌকায় মনোনয়ন চেয়ে আলোচনায় সাইফুজ্জামান শিখর
সদর উপজেলার ১৩ ও শ্রীপুরে ৮ ইউনিয়ন নিয়ে মাগুরা-১ আসন। ১৯৯৬ থেকে ২০১৪ পর্যন্ত টানা চার নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের ডাক্তার সিরাজুল আকবর। ২০১৫ সালে তার মৃত্যুতে উপনির্বাচনে জয়ী হয়ে আসেন সাবেক সেনা কর্মকর্তা এটিএম আবদুল ওয়াহ্হাব। এবারও ভোটে লড়তে মাঠে আছেন তিনি।
তার বিপরীতে মনোনয়ন দৌড়ে আছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসের বাবলু, কেন্দ্রীয় নেতা পঙ্কজ সাহা ও সাবেক যুবলীগ নেতা কুতুবুল্লাহ কুটি মিয়া। তবে, ২০০৮-এর পর স্থানীয় রাজনীতি সক্রিয় আছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর।
অন্যদিকে, সাংগঠনিক দুর্বলতার পাশাপাশি অভ্যন্তরীণ বিরোধে বিপর্যস্ত বিএনপি। চেয়ারপারসন উপদেষ্টা কবির মুরাদ ছাড়াও ধানের শীষে ভোট লড়তে চান ৪ জন। তবে দলের একাংশ মনে করে, আসন পুনরুদ্ধারে দরকার নতুন মুখ। সেক্ষেত্রে আরাফাত রহমানের স্ত্রী শর্মিলী রহমানের নাম আছে আলোচনায়।
একানব্বই পরবর্তী নির্বাচনে ভোটারদের একটি বড় অংশ ছিলো জাতীয় পার্টির পাশে। এবারের ভোটে দলটির প্রার্থী হতে পারেন হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা হাসান সিরাজ সুজা।
/এইচ.এ/