প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৮, ১০:৩৬ এএমআপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ০১:৩৬ পিএম
নির্বাচনকে সামনে রেখে নবগঠিত বিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে সিলেটে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, নতুন এ জোট মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। আবার অনেকে বলছেন, এ জোট দেশের গণতন্ত্র সুরক্ষা করতে পারবে না, বরং নানা চক্রান্ত আর ষড়যন্ত্র হতে পারে।
বুধবার পুণ্যভুমি সিলেটে জনসভার মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। জনসভায় ব্যাপক লোকসমাগম ঘটিয়ে আলোচনায় উঠে এসেছে এ ফ্রন্ট। বিএনপিসহ ৫টি রাজনৈতিক দল নিয়ে গঠিত ঐক্যফ্রন্ট তাদের লক্ষ্যে পৌছাতে পারবে-কিনা এনিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সিলেটের রাজনৈতিক বোদ্ধাদের মধ্যে। প্রশ্ন উঠেছে, কতটুকু ঐক্য ধরে রাখতে পারবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বাতিল, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনে ঐক্যফ্রন্টের দাবির যৌক্তিকতা রয়েছে বলে মনে করেন সুজন। তবে এতে সফল হতে হলে ঐক্যফ্রন্টকে তাদের দাবিগুলোর যৌক্তিকতা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে হবে বলে মনে করেন ফারুক মাহমুদ চৌধুরী।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন ফ্রন্টের কার্যক্রম মানুষ কিভাবে গ্রহণ করবে এটা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ফ্রন্টের দাবিগুলো যৌক্তিক হলেও সামনের দিনগুলোতে এগুলো বাস্তবায়ন সহজ হবেনা বলেন মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।
গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও বহুমাত্রিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত নতুন এ জোট আগামী দিনে মানুষের কতটুকু মন জয় করতে পারবে সেটাই এখন দেখার বিষয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখাসহ নানা দাবিতে আজ থেকে শুরু বিএনপির জেলা পর্যায়ের সমাবেশ। প্রথম দিন খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালী-- এই...
লন্ডনের বাসা থেকে হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা। মাঝে মধ্যে পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয় সেগুলোও করানো হচ্ছে সেখান থেকেই। চিকিৎসকরা তাকে বাসায় গিয়ে দেখেছেন বলেও জানান ব্যক্তিগত...
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। বুধবার স্থানীয় সরকার...
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—সব মাধ্যমেই পদচিহ্ন রেখে গেছেন হুমায়ুন ফরীদি। মঞ্চ দিয়ে তাঁর অভিনয়জীবনের হাতেখড়ি। তবে টিভি নাটক ও চলচ্চিত্রে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। জনপ্রিয়তাও পেয়েছিলেন...
ফিলিস্তিনের গাজায় ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনের পর গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরও ভূখণ্ডটিতে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। তুর্কি বার্তা সংস্থা...
দাবি মানার আশ্বাসে সচিবালয়ের সামনের সড়ক ছেড়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বিকেলে সচিবালয়ে ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক শেষে এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের...
জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে সিলেটে মিশ্র প্রতিক্রিয়া
বুধবার পুণ্যভুমি সিলেটে জনসভার মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। জনসভায় ব্যাপক লোকসমাগম ঘটিয়ে আলোচনায় উঠে এসেছে এ ফ্রন্ট। বিএনপিসহ ৫টি রাজনৈতিক দল নিয়ে গঠিত ঐক্যফ্রন্ট তাদের লক্ষ্যে পৌছাতে পারবে-কিনা এনিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সিলেটের রাজনৈতিক বোদ্ধাদের মধ্যে। প্রশ্ন উঠেছে, কতটুকু ঐক্য ধরে রাখতে পারবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বাতিল, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনে ঐক্যফ্রন্টের দাবির যৌক্তিকতা রয়েছে বলে মনে করেন সুজন। তবে এতে সফল হতে হলে ঐক্যফ্রন্টকে তাদের দাবিগুলোর যৌক্তিকতা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে হবে বলে মনে করেন ফারুক মাহমুদ চৌধুরী।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন ফ্রন্টের কার্যক্রম মানুষ কিভাবে গ্রহণ করবে এটা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ফ্রন্টের দাবিগুলো যৌক্তিক হলেও সামনের দিনগুলোতে এগুলো বাস্তবায়ন সহজ হবেনা বলেন মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।
গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও বহুমাত্রিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত নতুন এ জোট আগামী দিনে মানুষের কতটুকু মন জয় করতে পারবে সেটাই এখন দেখার বিষয়।
/এম-আই/