সেকশন

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
Independent Television
 

ভারত নয়, আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ: কাদের

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৯:৩৮ পিএম
ভারত নয়, আওয়ামী লীগ বা সরকারের ক্ষমতার উৎস জনগণ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, সেটি মন্ত্রীর ব্যক্তিগত বিষয় এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। শুক্রবার রাজধানীর পলাশীতে জন্মাষ্টমীর র‍্যালির আগে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাম্প্রতিক সময়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকিয়ে থাকা ও আসার জন্য ভারতকে কখনো অনুরোধ করেনি, শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে দায়িত্ব দেয়া হয়নি। এটি কারও ব্যক্তিগত অভিমত হতে পারে। এটা দল বা সরকারের বক্তব্য নয়। বাংলাদেশের জনগণই আওয়ামী লীগ সরকারের ক্ষমতার উৎস।

তিনি বলেন, সরকার টিকিয়ে রাখা নিয়ে দেয়া বক্তব্যটি পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত, এটি সরকারের ভাষ্য নয়। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের আরো বলেন, ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। ’৭১-এ রক্তের বন্ধনে আমরা আবদ্ধ। তাই বলে আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে অনুরোধ করব- এ ধরনের কোনো অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকেও কাউকে দায়িত্ব দেয়া হয়নি। আমাদের সমর্থন, ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেটা আমাদের সরকারেরও বক্তব্য না, দলেরও না। এটা আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। এতে ভারতও লজ্জা পায়। কীভাবে আমরা এ কথা বলি? বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ভালো আছে। অহেতুক কথা বলে এটা (বন্ধুত্বপূর্ণ সম্পর্ক) নষ্ট করবেন না।

তিনি বলেন, ভারতে সঙ্গে বাংলাদেশ কোনো বৈরি সম্পর্ক চায় না। ভারতের সঙ্গে বৈরিতা করে দেশের ক্ষতি হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করা নিয়ে বক্তব্য গণমাধ্যম ভিন্নভাবে উপস্থাপন করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। এসময় সাংবাদিকদের আরো সহনশীল হওয়ার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগেও, বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা নিয়ে কথা বলতে গিয়ে দেশের মানুষ বেহেশতে আছে এমন মন্তব্যে সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী। পরে সেজন্য দুঃখপ্রকাশও করেন তিনি।

/ই.হ/
অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং সরকারের ডানে-বামে থাকা আওয়ামী লীগের দোসররা ড. ইউনুসকে সঠিক পথে পরিচালিত হতে দেবে না, তাই এসব লোকদের থেকে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি ...
এক দল গিয়ে নির্বাচনের মাধ্যমে আরেক দল ক্ষমতায় বসবে সেটাই তো স্বাভাবিক। আপনারা অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছেন সেটাই তো অস্বাভাবিক। আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও...
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বৈঠকে বসছে বিএনপি। আজ বেলা ১১টায় সংসদ ভবনের এলডি হলে বৈঠকে পাঁচটি কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবের বিষয়ে আলোচনা হবে।
পাঠ্যপুস্তক ছাপানোয় কমিশন বাণিজ্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতের সই...
লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোররাতে ঢাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের...
কেবল লিখিত পরীক্ষা পেছানো নয়, পুরো পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সংস্কার চেয়ে ৮ দফা দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ‘লং ওয়াক টু...
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা শেষ হলেও এই ঘটনার রেশ এখনো কমছে না। আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় এবং পরে প্রকাশ্যে আম্পায়ারিং নিয়ে সমালোচনা করার কারণে মোহামেডান অধিনায়ক হৃদয়কে...
অফিসে যাওয়ার পোশাক বেছে নেওয়া সহজ কাজ নয়। গরম, ধুলাবালি আর প্রতিদিন ধোয়ার ঝামেলা। সবকিছু ভেবে অনেক সময় হাল ফ্যাশনের জামা পরতেও ভয় লাগে। কিন্তু আরামদায়ক আর সঠিকভাবে বেছে নেওয়া পোশাক আপনাকে অফিসেও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.