প্রকাশ : ২৮ আগস্ট ২০২২, ০৬:৩১ পিএমআপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৬:৫৫ পিএম
রাজশাহীতে মহানগর আওয়ামী লীগের শোকসভায় ভার্চ্যুয়াল মাধ্যমে বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে নানা জোট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। রোববার রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি জানে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না, সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।
তিনি অভিযোগ করেন, বিএনপি লুটপাটের মাধ্যমে হাওয়া ভবন তৈরি করেছিলো। দেশের হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করেছিল, সেই দল বিএনপি নির্বাচনে জনগণের ভোট পাবে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত এতে কোনো সন্দেহ নাই। তিনিই খুনিদের নিরাপদে বিদেশে পাঠান। খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছেন। পুরস্কৃত করেছেন। শুধু তাই নয়, এ হত্যার বিচার হবে না, সেই আইনও পাস করেন। খন্দকার মোশতাকের প্রধান সেনাপতি হয়েছিলেন জিয়াউর রহমান। পরবর্তী সময়ে তিনি বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করেন।'
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বেঁচে ছিলেন বলেই আজ বাংলাদেশে বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন- স্বাধীনতা ও মুক্তি সম্ভব হয়েছে। শেখ হাসিনা যদি বেঁচে না থাকতেন, কে উপহার দিতেন উন্নয়নশীল আলোকিত এই দেশ, যে বাংলাদেশ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। আজকে গ্রামে গেলেও মনে হয় শহর।
ওবায়দুল কাদের বলেন, জনগণকে ধৈর্য ধরতে হবে। করোনার সময় জনগণ শেখ হাসিনার ওপর আস্থা রেখেছিলেন। তিনি আস্থার প্রতীক হয়ে করোনার ধাক্কা সামলে নিয়েছেন। আজকের এই পরিস্থিতি মোকাবিলায় নেত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। নানামুখী পরিকল্পনা নিচ্ছেন, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, মানুষ কষ্ট করছে। এই কষ্ট লাঘবে সবাইকে সতর্ক হতে হবে। মনোযোগী ও সাশ্রয়ী হতে হবে।
নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টদের বিভিন্ন চক্রান্ত প্রতিরোধের দাবিতে বিএনপির ডাকা কর্মসূচি শুরু হচ্ছে আজ। আজ...
গণমাধ্যমগুলো নিজেরাই সেলফ সেন্সরশিপ চালু করেছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
অপারেশন ডেভিল হান্টের নামে গায়েবি মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
আজকের দিনটি প্রিয়জনকে জড়িয়ে ধরার। তার সাথে সময় কাটানোর দিন। এই জড়িয়ে ধরার মাধ্যমে প্রকাশ পাবে তার প্রতি আপনার প্রেম, সহানুভূতি এবং যত্নের বিষয়টি। প্রিয়জনের কাছে অনুভূতি প্রকাশ করার জন্য এমন...
ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপিকা সানজানা গানেশানের (জাসপ্রীত বুমরার স্ত্রী) সঙ্গে আলাপকালে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে পন্টিং বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমার মনে হয়, ওরা (চ্যাম্পিয়নস...
টাকা দিয়ে রাজপথ দখলের চেষ্টা করছে বিএনপি: কাদের
তিনি অভিযোগ করেন, বিএনপি লুটপাটের মাধ্যমে হাওয়া ভবন তৈরি করেছিলো। দেশের হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করেছিল, সেই দল বিএনপি নির্বাচনে জনগণের ভোট পাবে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত এতে কোনো সন্দেহ নাই। তিনিই খুনিদের নিরাপদে বিদেশে পাঠান। খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছেন। পুরস্কৃত করেছেন। শুধু তাই নয়, এ হত্যার বিচার হবে না, সেই আইনও পাস করেন। খন্দকার মোশতাকের প্রধান সেনাপতি হয়েছিলেন জিয়াউর রহমান। পরবর্তী সময়ে তিনি বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করেন।'
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বেঁচে ছিলেন বলেই আজ বাংলাদেশে বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন- স্বাধীনতা ও মুক্তি সম্ভব হয়েছে। শেখ হাসিনা যদি বেঁচে না থাকতেন, কে উপহার দিতেন উন্নয়নশীল আলোকিত এই দেশ, যে বাংলাদেশ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। আজকে গ্রামে গেলেও মনে হয় শহর।
ওবায়দুল কাদের বলেন, জনগণকে ধৈর্য ধরতে হবে। করোনার সময় জনগণ শেখ হাসিনার ওপর আস্থা রেখেছিলেন। তিনি আস্থার প্রতীক হয়ে করোনার ধাক্কা সামলে নিয়েছেন। আজকের এই পরিস্থিতি মোকাবিলায় নেত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। নানামুখী পরিকল্পনা নিচ্ছেন, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, মানুষ কষ্ট করছে। এই কষ্ট লাঘবে সবাইকে সতর্ক হতে হবে। মনোযোগী ও সাশ্রয়ী হতে হবে।
/আর.এম/