সেকশন

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
Independent Television
 

প্রধান উপদেষ্টার মুখ্যসচিব ও জাপানের অবকাঠামো বিষয়ক ভাইস মিনিস্টারের মধ্যে বৈঠক

আপডেট : ১২ মার্চ ২০২৫, ১০:৩৯ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার টোকিওতে জাপানের ভূমি, অবকাঠামো ও পরিবহন বিষয়ক ভাইস মিনিস্টার হিরোফুমি আমাকাওয়ার সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্ল্যাটফর্মের আওতায় নেওয়া প্রকল্প বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের অগ্রগতি এবং বাংলাদেশের রেলওয়ে ও সড়ক খাতে সহযোগিতা বিষয়ে আলোচনা হয়

এসময় বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুততম সময়ে উন্মুক্ত করার জন্য টার্মিনালের কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে বলে জানানো হয়।

মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া এক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে কমলাপুর মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট হাব, এমআরটি লাইন সিক্স ও ঢাকা আউটার রিং রোড – ২ ও ৩ প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের পর্যটন খাতে জাপানি বিনিয়োগ আকর্ষণে সহযোগিতা কামনা করা হয়।

এ সময় জাপানের প্রকৌশল ও আবাসন বিষয়ক অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার ইওসুকে সুৎসুমি ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, রেল সচিব মো. ফাহিমুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী মুহাম্মদ রফিকুল ইসলাম, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক ড. আহমেদ উল্লাহ উপস্থিত ছিলেন।

রমজানের প্রথম ১০ দিনে মক্কার গ্র্যান্ড মসজিদে বিপুল সংখ্যক মুসল্লি ও দর্শনার্থীর সমাগম হয়েছে, যেখানে আড়াই কোটিরও বেশি মানুষ নামাজের জন্য সমবেত হয়েছেন। পবিত্র মসজিদের কেয়ার কর্তৃপক্ষ এই তথ্য...
আধ্যাত্মিক ও মানবিক সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে খতমে গাউছিয় শরিফ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ালালামপুর...
ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির রাজবাড়ি রেস্টুরেন্টে সংগঠনের কুয়েত কেন্দ্রীয়...
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, রিয়াদ শাখা বৃহস্পতিবার ঘরোয়া পরিবেশে এক ইফতার মাহফিল ও সাংগঠনিক কথোপকথনে মিলিত হয়। ইফতার মাহফিল ও মাগরিবের নামাজ শেষে এক নাতিদীর্ঘ কথোপকথনে অংশ নেয়...
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে কুষ্টিয়ার আড়াই শ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি...
আইপিএলের নিলামে প্রথমে দল না পাওয়া বশকে পিএসএল ড্রাফট থেকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের লিজার্ড উইলিয়ামস চোটে পড়ার পর মুম্বাই বশকে দলে টানতে চেয়েছে। বশও জালমির...
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.