সৌদি আরবে প্রতিষ্ঠিত ইসলামি সাংস্কৃতিক সংগঠন ‘প্রবাসী নাশীদ ব্যান্ডের’ উদ্যোগে ঐতিহাসিক ৫ মে শাপলা চত্বর এবং জুলাই বিপ্লবে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় ইফতার মাহফিল।
প্রবাসী নাশীদ ব্যান্ডের পরিচালক আরিফ রব্বানীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, সানসিটি মেডিকেলের এমডি আব্দুল্লাহ আল মামুন।
পবিত্র কুরআনের তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত ইসলামিক বক্তা মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল্লামা বাবুনগরীর (রহ.) ভাগ্নে মাওলানা আনোয়ার শাহ আজহারী।
বক্তারা তাদের বক্তব্যে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গণহত্যা, আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের উপর বর্বর নির্যাতন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনাসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য বর্তমান অর্ন্তবর্তী সরকারের কাছে জোর দাবি জানান।
বক্তারা প্রবাসের মাটিতে সুস্থ সংস্কৃতির বিকাশে প্রবাসী নাশীদ ব্যান্ডের অবদানের প্রশংসা করেন এবং একে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ‘নাশীদ ব্যান্ড শুধু একটি সংগীতগোষ্ঠী নয় বরং ইসলামি সংস্কৃতি প্রচারের একটি আদর্শ প্ল্যাটফর্ম, যা তরুণদের নৈতিক ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করছে। ইসলামি সংগীত ও দাওয়াহর মাধ্যমে নাশীদ ব্যান্ড অপসংস্কৃতির বিরুদ্ধে ইতিবাচক আন্দোলন চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে মানসম্পন্ন ইসলামি সংগীত তৈরি, ডিজিটাল মিডিয়ায় শক্তিশালী অবস্থান নিতে হবে।’
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইনভেস্টর মাওলানা সোহাইল উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমসি গ্রুপের ডিএমডি সাখাওয়াত হোসাইন আরমান, সিলেট প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা ইবরাহীম আলী, কুলাউড়া প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি খালেদ শাহাবুদ্দীন, আঞ্জুমানে আল ইসলাহ রিয়াদ শাখার সভাপতি ওলিউর রহমান মানিক, রিয়াদ থিয়েটার বাংলাদেশের সভাপতি মসীহ সিরাজ, মা ট্রাভেলসের স্বত্বাধিকারী মাহিন উদ্দিন, রিয়াদ জমিয়তের সহ-সভাপতি মাওলানা মোবারক উল্লাহ, বিশিষ্ট আলেম মাওলানা কামরুল ইসলাম, ব্যবসায়ী শায়েখ মহিউদ্দিন, আমিয়াল গ্রুপের মুজ্জাম্মিল হক প্রমুখ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফ্রেন্ডি প্যাকেজ ও ফ্রেন্ডি পে'র স্যাগমেন্ট ম্যানেজার পারভেজ হোসাইন ইয়াসিন।
অনুষ্ঠানে প্রবাসী নাশীদ ব্যান্ডের সঙ্গীত পরিচালক আহমদ মাহফুজ, মাহবুব জাদিদ, হাসান সাদীসহ অন্যান্য শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন।
ফিলিস্তিনসহ নির্যাতিত সকল মুসলিম উম্মাহের জন্য দোয়া ও দেড় শতাধিক মেহমানের ইফতারের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।