সেকশন

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
Independent Television
 

‘আল্লামা সুলতান যওক নদভীর (রহ.) জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা 

আপডেট : ১৯ মে ২০২৫, ০৫:৩০ পিএম

আন্তর্জাতিক ইসলামি ব্যক্তিত্ব, বরেণ্য আরবি সাহিত্যিক ও লেখক, কীর্তিমান শিক্ষাবিদ আল্লামা সুলতান যওক নদভী শুধু বাংলাদেশের নন মুসলিম বিশ্বের এক স্বনামধন্য ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে গোটা মুসলিম জাহানে শোকের ছায়া নেমে আসে। এর অংশ হিসেবে কাতার ইসলাম ও আওক্বাফ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিন যায়েদ ইসলামিক কালচারাল সেন্টারের উদ্যোগে ‘আল্লামা সুলতান যওক নদভী (রহ.) জীবন ও কর্ম’- শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

গত ১৫ মে দোহা জাদিদ ইবনে হাযম জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাতার আওক্বাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের খতিব ও ওয়ায়েজ হাফেজ মাওলানা ইউসুফ নূর। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

আলোচনায় অংশ নেন মরহুমের স্বনামধন্য ছাত্র কাতার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক মাওলানা হুসাইন মোহাম্মদ নাঈমুল হক, বিন যাইদ ইসলামিক সেন্টারের অনুবাদক মাওলানা মুহাম্মাদ ক্বমর, কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম মাওলানা জমির মাহমুদ এবং কাতার হজ মিশনের কর্মকর্তা মাওলানা আহসান উল্লাহ। স্বরচিত আরবি শোকগাঁথা পাঠ করেন মাওলানা নূরুল হক।

রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘গতানুগতিক সরকারি মাদরাসা শিক্ষাব্যবস্থা ও পুরোনো কওমি শিক্ষা ব্যবস্থার নিগড় ভেঙে একটি যুগোপযোগী ইসলামি শিক্ষা ব্যবস্থার ফরমুলা উপস্থাপন করা ছিল আল্লামা সুলতান যওকের বৈপ্লবিক উদ্যোগ। এর আলোকে তিনি চট্টলায় গড়ে তুলেছেন ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান- ‘জামেয়া দারুল মা’রিফ আল-ইসলামিয়া।' এ প্রতিষ্ঠানের শিক্ষাপদ্ধতি বহু দেশের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়সমূহের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। সুলতান যওক নদভীর (রহ.) জীবন ও কর্ম আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।’ 

মাওলানা ইউসুফ নূর বলেন, ‘মরহুম জওক সাহেব তাঁর জ্ঞান, মনীষা, উদার চিন্তা- চেতনা ও উম্মাহ কেন্দ্রিক ভাবনার জন্য আন্তর্জাতিক ইসলামি ব্যক্তিত্বের আসনে সমাসীন হয়েছিলেন। বাংলাদেশে আধুনিক ধারার আরবি সাহিত্য চর্চার প্রেরণা ও পথিকৃৎ হিসেবে তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন।’

মাওলানা হুসাঈন মুহাম্মদ নাঈমুল হক তাঁর মহান শিক্ষাগুরুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘মাওলানা সুলতান যওক ছিলেন মানুষ গড়ার সফল কারিগর। নিজের লালিত স্বপ্নের বাস্তবায়ন এবং ছাত্রদের মধ্যে স্বপ্ন দেখার অদম্য আগ্রহ তৈরিতে তিনি ছিলেন অনন্য। তাঁর অনুপ্রেরণায় আমার মতো অনেকেই জীবনের স্বপ্নিল রাজপথে চলতে শিখেছে।’

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মাওলানা আবদুল হালিম ও মাওলানা মুস্তাফিজুর রহমান, আল নূর কালচারাল সেন্টারের মহাপরিচালক প্রকৌশলী শোয়াইব কাশেম, ইসলামি আন্দোলন কাতার শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন মাশরুফ, এরাবিয়ান এক্সচেঞ্জের সিইও নূরুল কবির চৌধুরী, বাংলাদেশ কমিউনিটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ শাহজাহান সাজু, লেখক ও সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আমিনুল হক, আল নূর কালচারাল সেন্টারের অর্থ সম্পাদক সালেহ মোহাম্মদ নুরুন্নবী মৃধা ও গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মাওলানা ইব্রাহিম প্রধান প্রমুখ

প্রসঙ্গত, গত ৩ মে ইসলামি ব্যক্তিত্ব, বরেণ্য আরবি সাহিত্যিক ও লেখক, কীর্তিমান শিক্ষাবিদ আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যু হয়। 

ফ্রান্সে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে সম্প্রতি উদ্‌যাপিত হলো বাংলার মেলা। প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী–গোষ্ঠীর এই আয়োজনে বাংলাদেশিদের পাশাপাশি উপস্থিত...
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রকাশিত উদীচী সংক্রান্ত খবরাখবরে বিচলিত উল্লেখ করে বুধবার বিবৃতি দিয়েছে উত্তর আমেরিকা প্রবাসীরা। এ ধরনের সংবাদে কর্মীদের বুকে রক্তক্ষরণের পাশাপাশি লাখো...
আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক শুক্রবার তুরস্কের বেইশেহিরে ‘বাংলাদেশ শাপলা দিবস’ অনুষ্ঠানে যোগ দেন, যা এবার নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়। কোনিয়ার অবস্থিত বাংলাদেশের...
কুয়েতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে ‘কুয়েত প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি’। গত ১২ জুন স্থানীয় সময় রাত ৯টায় কুয়েতের ফরওয়ানিয়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন...
রাতে ম্যাচ, তার আগে বিকেল বেলা ইউভেন্তুসের খেলোয়াড় ও কর্মকর্তাদের কয়েকজনকে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। আর ট্রাম্প...
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইতি টানতে গত সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনজন কূটনীতিকের বরাতে দিয়ে এ তথ্য...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.