কাতারের রাজধানী দোহার বাণিজ্যিক এলাকা নাজমার সুক হারাজের সামনে বাংলাদেশি মালিকানাধীন এ.আর ট্রাস্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি দুই তরুণ উদ্যোক্তা সালেহ আহমেদ ও ইউনুস হোসেন রাজীবকে সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
সাংবাদিক কাজী শামীমের পরিচালনায় উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মো. কামাল উদ্দিন, বাংলাদেশি মুসলিম কমিউনিটির সভাপতি শাহজাহান সাজু, ফেনী সমিতির সভাপতি সিআইপি শাখাওয়াত হোসেন, ফেনী অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন ও সুমন ফরাজী।
রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, ‘চমৎকার দৃষ্টিনন্দন ডেকোরেশনসহ আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান গড়ায় দুই উদ্যোক্তাকে স্বাগত জানাই। এ ধরনের উদ্যোগের ফলে প্রবাসী বাংলাদেশিরা যেমন উপকৃত হবে তেমনি দেশের ইমেজও উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’
উদ্যোক্তারা জানান, কর্মসংস্থান সৃষ্টি ও দেশকে প্রবাসে তুলে ধরার প্রত্যয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। প্রথম মাসে কাস্টমারদের বিশেষ ছাড়ের ঘোষণাও দিয়েছেন তারা।