সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

কুয়েতে ক্রিকেটপ্রেমীদের আয়োজনে মরুর বুকে এক খণ্ড বাংলাদেশ 

আপডেট : ২০ মে ২০২৫, ০৬:৪৫ পিএম

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ক্রীড়া সংগঠন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে মহান স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুয়েতের মরু অঞ্চল হিজিলের একটি রিসোর্টে এই অনুষ্ঠান হয়।

বিভিন্নভাবে বিভক্ত পুরো অনুষ্ঠানে ছিল আনন্দঘন পরিবেশ। প্রথমেই পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানের। এর পর দু দেশের জাতীয় সঙ্গীত। সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের পরিচালনায় এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সহযোগিতায় নির্মিত সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবদি কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

মরুর দেশে খেজুর গাছবেষ্ঠিত মাঠে শিশুশিল্পী সম্পৃক্তা দাস সৃজার স্বাগত নৃত্য উপস্থিত সকল দর্শকদের দৃষ্টি মঞ্চের দিকে নজর কারে। উপস্থাপকের কণ্ঠে মাইকে ডাক আসে সংগঠনটির সদ্য অনুষ্ঠিত নতুন কমিটির নির্বাচন কমিশনার মঈন উদ্দিন সরকার সুমনের। মঞ্চে এসে তিনি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সোহরাওয়ার্দী (সরোয়ার)–কে ব্যাজ পরিয়ে দায়িত্বভার প্রদান করেন। পরে শুভেচ্ছা বক্তব্যে সোহরাওয়ার্দী (সরোয়ার)  আমন্ত্রিত অতিথি, বিজ্ঞাপনদাতা, সহকর্মী, সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবক যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরপর শুরু হয় ম্যান অব দ্যা ম্যাচ, রানার আপ, চ্যাম্পিয়নদের পুরস্কার বিতরণ, এবং স্পন্সর ও সুধীজনের সম্মাননা প্রদান। এরই ফাঁকে ফাঁকে চলে প্রবাসী শিল্পীদের নাচ গান। স্টেজে নেই কোনো চেয়ার–টেবিল, পেছনে বিরাট টিভি স্ক্রিনে নাচগানের তালে তালে ভেসে আসে দেশের ছবি। চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ফাতেমার কণ্ঠে মনমাতানো গান, রক্তিম বিশ্বাস ও তুসির নাচ।

প্রবাসী শিল্পীরা তাঁদের মেধা ও ভালোবাসা দিয়ে প্রমাণ করলেন যে দেশের মাটি ছেড়ে এলেও সংস্কৃতির টান থেকে কেউ বিচ্ছিন্ন হতে পারেন না। এ যেন মরুর বুকে এক খণ্ড বাংলাদেশে পরিণত হয়েছে।

ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার অর্জন করেন রনি, সুবজ, আল আমিন, রিপন, রবি, সাবির, শহীদ, সাগর। রানার আপ জেলিব প্রবাসী ও চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেন কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এক উৎসবমুখর পরিবেশে।

অনুষ্ঠানে ট্রফি ও মেডেল তুলে দেন দূতাবাসের প্রতিনিধিরা ও অতিথিরা। বিশেষ অতিথির বক্তব্যে দূতাবাসের মিনিস্টার শ্রম মোহাম্মদ আবুল হোসেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার কারণে আসতে পারেননি।

বক্তব্যে মরুর বুকে ক্রিকেটপ্রেমীদের এমন আয়োজনের প্রশংসা করেন দূতাবাসের কাউন্সিলর এবং দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান।

তৃতীয় সচিব আব্দুল লতিফ ফকির বলেন, ‘বাংলাদেশের গর্ব যাদের অবদানে  প্রবাসেও বাংলাদেশিরা সম্মানিত হচ্ছে কুয়েতের তেল, বিদ্যুৎ, পানি, শিক্ষা,  স্বাস্থ্য, প্রযুক্তিতে তাদের দক্ষতা, মেধা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সুনাম কুড়িয়েছেন। তারা প্রমাণ করেছেন, যোগ্যতা আর কঠোর পরিশ্রম দিয়ে যেকোনো সীমা পেরিয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া সম্ভব।’ 

খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুয়েত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানিতে (KNPC) কর্মরত ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুস সালাম,  ডাক্তার এস এম মনিরুজ্জামান, কুয়েত এয়ারওয়েজে কর্মরত ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম, আলতেবাহ টেলিকম কোম্পানির ওয়্যারলেস সিভিল ডিভিশন ম্যানেজার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্যাপ্টেন আফতাব আহমেদ, আল জোর নর্থ পাওয়ার অ্যান্ড ওয়াটার প্ল্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, কেওসি ভূ–বিজ্ঞানী হিসেবে কর্মরত ডক্টর শামীমা, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত ডাক্তার বোশরা হাবিব, বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ার জুলফিকার, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত ফার্মাসিউটিক্যাল ল্যাব এক্সপার্ট মোহাম্মদ সালেহ উজ্জামান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) কুয়েত চাপ্টারের ইঞ্জিনিয়াররা, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আহ জুবেদ, সহ–সভাপতি ও মাই টিভির কুয়েত প্রতিনিধি আল আমিন রানা, যুগ্ম সম্পাদক ও যমুনা টিভির কুয়েত প্রতিনিধি হেবজু মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও এসএ টিভির কুয়েত প্রতিনিধি সেলিম হাওলাদার, চ্যানেল ২৪ টিভির কুয়েত প্রতিনিধি জিসান মাহমুদ, চ্যানেল এস–এর কুয়েত প্রতিনিধি জসিম উদ্দিন, মহিলা সম্পাদিকা নাছরিন আক্তার মৌসুমী, গাজী টিভির  কুয়েত প্রতিনিধি আলাল আহমদ, এটিএন বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আম্বিয়া খোকন, দৈনিক কালবেলা কুয়েত প্রতিনিধি আবু বকর পাভেলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের নেতারা। এছাড়া স্পন্সর প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি ও অসংখ্য প্রবাসী বাংলাদেশি ও ক্রিকেট দলের নেতারা উপস্থিত ছিল।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ প্রেসক্লাব। এই মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা যেখানে প্রবাসী শিল্পীরা সংগীত, নৃত্যর মাধ্যমে মাতিয়ে তোলেন পুরো মিলনায়তন। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের বন্ধন দৃঢ় করার আহ্বান জানান উপদেষ্টা বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুতফর রহমান মোকাই আলী। 

সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে গতকাল রোববার অনুষ্ঠিত হলো বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়ার বার্ষিক সামাজিক উদ্যোগ ‘বিগেস্ট মর্নিং টি’। ক্যান্সার কাউন্সিলের জন্য তহবিল সংগ্রহের এই উদ্যোগটি প্রবাসী...
ফ্রান্সে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে সম্প্রতি উদ্‌যাপিত হলো বাংলার মেলা। প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী–গোষ্ঠীর এই আয়োজনে বাংলাদেশিদের পাশাপাশি উপস্থিত...
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে সিডনির গ্লেনফিল্ডে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী প্রাতরাশ অনুষ্ঠান। গত ১৫ জুন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সিডনির গ্লেনফিল্ড সেডন পার্কে এই উৎসবমুখর...
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রকাশিত উদীচী সংক্রান্ত খবরাখবরে বিচলিত উল্লেখ করে বুধবার বিবৃতি দিয়েছে উত্তর আমেরিকা প্রবাসীরা। এ ধরনের সংবাদে কর্মীদের বুকে রক্তক্ষরণের পাশাপাশি লাখো...
বোকা জুনিয়র্সের নকআউটে ওঠার সমীকরণ সহজ ছিল না। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বেনফিকার সঙ্গে ড্র (২-২) করার পর বায়ার্ন মিউনিখের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল আর্জেন্টাইন ক্লাবটি। শেষ আটে উঠতে একদিকে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.